কলকাতা: রবিবার একে তো ছুটির দিন। তার উপর আইপিএলের (IPL) ডাবল হেডার। এ যেন মেঘ না চাইতেই জল! দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ঈশান কিষাণের বিধ্বংসী ব্যাটিং, আইপিএল কেরিয়ারে তাঁর প্রথম সেঞ্চুরি। সামির আইপিএল কামব্যাক। বড় ব্যবধানে জিতেছে সানরাইজার্স। আর সন্ধেতে চিপকে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জমজমাট এল ক্লাসিকো দেখা গেল। আক্ষেপ, ধোনির ‘ব্যাটিং’ দেখার সুযোগ মিলল না। মাত্র ২টি ডেলিভারি সামলান মাহি। শেষ ওভারে স্ট্রাইক পেয়ে ম্যাচ ফিনিশ রাচিন রবীন্দ্রর। নজর কাড়লেন দু-দলের দুই চায়নাম্যান নুর আহমেদ ও বিগ্নেশ পুথুর।
ধোনি ধামাকা দেখতে না পারার আক্ষেপ! প্রথম ম্যাচে সেটাই রইল। দুটো ডেলিভারি খেললেও শটের প্রয়োজনই পড়ল না। জয় দিয়ে আইপিএলের ১৮তম সংস্করণ শুরু করল চেন্নাই সুপার কিংস। বিস্তারিত পড়ুন: ধোনি নামলেন, ‘জেতানো’ হল না, চেন্নাই দুর্গে রুদ্ধশ্বাস ম্যাচ
ধোনি ছয় মেরে ফিনিশ করবেন? মাঠে নামতেই এমন গুঞ্জন শুরু। ২টি ডেলিভারি সামলেছেন। যদিও রান আসেনি। শেষ ওভার, স্ট্রাইকে রাচিন রবীন্দ্র। ৪ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। ছয় মেরে ম্যাচ ফিনিশ করলেন রাচিন।
জাডেজা রান আউট। আম্পায়ার পুরোপুরি কনফার্ম হলেন। জাডেজা আউট হতেই গ্যালারিতে উচ্ছ্বাস। কারণ সকলেরই জানা। ক্রিজে নামছেন মহেন্দ্র সিং ধোনি। নামলেনও। অবশেষে ব্যাট হাতে বাইশগজে।
মাহিকে দেখা যাবে বাইশগজে? সম্ভাবনা রয়েছে। উইকেট পড়লে তিনিই নামবেন। ধোনিকে শ্যাডো করতে দেখে উচ্ছ্বাস।
মুম্বই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছেন। বিগ্নেশ পুথুর। তাও আবার রোহিতের পরবির্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। ভারতের এক চায়নাম্যান আইপিএলে অতি পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটেও। তিনি কুলদীপ যাদব। আগামী দিনে ভারত কি আরও একজন বাঁ হাতি রিস্ট স্পিনার পাবেন? আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে স্পেলের প্রথম ২ ওভারেই ২ উইকেট। ডাগআউটে রোহিতও উচ্ছ্বসিত বিগ্নেনেশের পারফরম্যান্সে।
শুরুতেই রাহুল ত্রিপাঠির উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। উইকেট নেন তাদেরই প্রাক্তন দীপক চাহার। কিন্তু রাচিনের সঙ্গে ক্রিজে যোগ দিয়েই বিধ্বংসী ব্যাটিং সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের। পাওয়ার প্লে-তে ৬২ রান তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
টার্গেট ১৫৬ রান। রাচিন রবীন্দ্রর সঙ্গে ওপেনিংয়ে রাহুল ত্রিপাঠী। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছেন তিনি। বল হাতে ট্রেন্ট বোল্ট।
চেন্নাই দুর্গে বহু কষ্টে ১৫০ পেরলো মুম্বই ইন্ডিয়ান্স। শেষ দিকে ‘লড়াই’ করার মতো পৌঁছতে সাহায্য় করলেন চেন্নাইয়ের প্রাক্তন দীপক চাহার। মাত্র ১৫ বলে ২৮ রান করেন তিনি। এ বার বল হাতে মুম্বইয়ের ভরসা হয়ে উঠতে হবে। যদিও এই স্কোর সুরক্ষিত বলা যায় না। অন্তত চেন্নাই ব্যাটিংয়ের যা গভীরতা, তাতে তো নয়ই। তবে এটা ক্রিকেট। অনেক কিছুই সম্ভব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গুজরাট টাইটান্সে খেলেছেন। মেগা অকশনে তাঁকে কার্যত ছিনিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির জাজমেন্ট যে ভুল হয়নি, হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই দেখিয়ে দিলেন। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে চার উইকেট ধোনির নতুন বাজি আফগান চায়নাম্যান নুর আহমেদের।
রাঁচিতে পরিচিত স্থানীয় গেইল নামে। কেউ বা মানেন ধোনি। আইপিএলের ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার রবীন মিঞ্জ। গত মরসুমেই টিম পেয়েছিলেন। কিন্তু আইপিএল শুরুর আগেই বাইক দুর্ঘটনায় স্বপ্ন ভঙ্গ। গুজরাট তাঁকে রাখেনি। নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও আইপিএল অভিষেকে গেইল ঝড় উঠল না। ৯ বলে মাত্র ৩ রানেই নুর আহমেদের শিকার।
হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন সূর্য কুমার যাদব। ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স চিন্তায় রেখেছিল। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে রান পাননি। আইপিএলে নতুন রূপে দেখা যাবে সেটা প্রত্যাশা করা হচ্ছিল। শুরুটা ভালো করলেও বড় ইনিংস এল না। চেন্নাইয়ের চায়নাম্যান নুর আহমেদের ডেলিভারিতে লাইন মিস। ধোনি যে সেই সুযোগ ছাড়বেন না, বলাই যায়। ২৬ বলে ২৯ রানেই শেষ স্কাইয়ের ইনিংস।
পাওয়ার প্লে পাওয়ারফুল হল না মুম্বইয়ের। তিন উইকেট হারিয়ে চাপ। যদিও জেনারেশন বোল্ড-এর তিলক ভার্মা এসেই দ্রুত রান তোলা শুরু করে দিয়েছেন। ক্যাপ্টেন স্কাইও ভালো খেলছেন।
দীর্ঘ ৯ বছর পর চেন্নাই সুপার কিংসের জার্সিতে রবিচন্দ্রন অশ্বিন। পাওয়ার প্লে-তেই তাঁকে আক্রমণে আনা হল। আর ঘরে ফেরাটা দুর্দান্ত অশ্বিনের। প্রথম ওভারেই উইকেট! ক্যারম বলে বাজিমাত। মিড অফের উপর দিয়ে মারতে চেয়েছিলেন উইল জ্যাকস। যদিও শিবম দুবের হাতে। ৩৬ রানেই তিন উইকেট হারাল মুম্বই।
ইন্ডিয়ান্স প্রিমিয়ার লিগের দুই সফল দলের লড়াই। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে দেখা যায়, আইপিএলে মরসুমের শুরুটা ভালো হয় না তাদের। এ বারও কি এমনই হচে পারে? দুই ওপেনারকে হারিয়ে ধুঁকছে মুম্বই। দুটো উইকেটই নিলেন চেন্নাইয়ের বাঁ হাতি পেসার খলিল আহমেদ। রোহিতের পর আর এক ওপেনার রায়ান রিকলটনকেও ফেরালেন খলিল। অল্পের জন্য গোল্ডেন ডাক থেকে রক্ষা ক্য়াপ্টেন সূর্যকুমার যাদবের।
চেন্নাই সুপার কিংস শুরুতেই দামি উইকেট নিয়ে নিল। বাঁ হাতি খলিল আহমেদের বোলিংয়ে ফ্লিক। শর্ট মিড উইকেটে সোজা শিবম দুবের হাতে। ৩টি ডেলিভারি, রান শূন্য। সাধারণত এই শট ফিল্ডারের উপর দিয়েই খেলে থাকেন। বাউন্ডারিতে মুম্বই ইন্ডিয়ান্সের খাতা খুললেন তিনে নামা উইল জ্যাকস।
এমনটা মনে হতেই পারে। চেন্নাই সুপার কিংস একাদশে নেই মাতিসা পাথিরানা। অথচ তাদের অটোমেটিক চয়েস হয়ে থাকেন তিনি। প্রথম ম্যাচে তাঁকে না খেলানোটা অবাক করলেও মনে করা হচ্ছে, স্পিন সহায়ক পিচের কথা ভেবেই এমন সিদ্ধান্ত। অশ্বিন, জাডেজার সঙ্গে তৃতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে রয়েছেন আফগান চায়নাম্যান নুর আহমেদ।
চেন্নাই সুপার কিংসের একাদশ: রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক হুডা, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, স্যাম কারান, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, নাথান এলিস, খলিল আহমেদ।
ইমপ্যাক্ট প্লেয়ার-রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগরকোটি, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, শেখ রশিদ।
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, সত্যনারায়ণ রাজু
ইমপ্যাক্ট প্লেয়ার-বিজ্ঞেশ পুথুর, অশ্বিনী কুমার, রাজ অঙ্গদ বাওয়া, করবিন বশ, করন শর্মা
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের। বিশেষজ্ঞরা বলছিলেন, প্রথম ব্যাটিংয়ের কথা। মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টস নিয়ে ভাবিত নন। প্রথমে ব্যাট করতে খুশি। তাঁর পর্যবেক্ষণ, রাতে শিশিরের প্রভাব দেখেননি।
ম্যাচের আগে সাধারণত কিপিং গ্লাভস হাতে দেখা যায় না মহেন্দ্র সিং ধোনিকে। বরং এমনই ওয়ার্ম আপ করেন। ফুটবলে মেতে থাকেন। কখনও ব্যাট নিয়ে শ্যাডো। চিপকে এই মুহূর্তে যেন অচেনা দৃশ্য। হয়তো মরসুমের প্রথম ম্যাচ বলেই! এ বারও ফুটবলে মেতে। তবে গ্লাভস হাতে!
কে মেসি, কেই বা রোনাল্ডো! আইপিএলের এল ক্লাসিকোতে ধোনি-রোহিতের মধ্যে কাকে কী বলা যায়! প্রয়োজনই নেই। আইপিএলে দুই কিংবদন্তি। পাঁচটি করে আইপিএল জেতা দুই ক্যাপ্টেন। এখন যেন অন ফিল্ড আম্পায়ার। ধোনির মতো চিপকে পৌঁছে গিয়েছেন হিট ম্যানও।
On our way. In style. For El Clásico. 😎💙#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #CSKvMI pic.twitter.com/ZAYTHeqgLg
— Mumbai Indians (@mipaltan) March 23, 2025
চিপকের জায়ান্ট স্ক্রিনে মহেন্দ্র সিং ধোনি। কফিতে চুমুক। গ্যালারিতে অপেক্ষার পারদও চড়ছে ক্রমশ।
রবীন্দ্র জাডেজা ছিলেনই, ফেরানো হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকেও। ফের চিপকে একসঙ্গে, এক টিমে অশ্বিন-জাডেজা। হলুদ জার্সির সমর্থকদের কাছে সুন্দর মুহূর্ত। এই জুটির টিউনিং শুরু, অপেক্ষা খেলা শুরুর।
This Dosti has got our hearts! 💛
Indran 🫂 Chandran! #CSKvMI #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/QiTCAWbIMe— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2025
পৌঁছে গিয়েছে টিম বাস। এখন শুধুই অপেক্ষা। কয়েক মিনিটের। চেন্নাই দুর্গে আইপিএল অভিযান শুরু করছে সুপার কিংস। আকর্ষণের কেন্দ্রে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। আর এ দিকে, ভুললে চলবে না হিট ম্যানের কথাও। চেন্নাইয়ের টিম বাস থেকে মহেন্দ্র সিং ধোনি নামতেই যেন ম্যাচের আবহ তৈরি হয়ে গেল…।
Enroute Anbuden! 🏟️
Let the ride begin! 💪🏻🤩🥳#CSKvMI #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/tYyUG3A498— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2025
আইপিএলে সিএসকের সফর শুরুর আগে ধোনি জানিয়ে দিলেন, কতদিন তিনি আইপিএলে খেলবেন। পাশাপাশি এ কথাও শোনা গিয়েছে, ‘হুইলচেয়ারে বসে থাকলেও ওরা আমাকে নিয়ে আসবে।’ এ কথা কেন বলেছেন ধোনি?
পড়ুন বিস্তারিত – MS Dhoni: হুইলচেয়ারে থাকলেও… IPL এর এল-ক্লাসিকোর আগে এ কথা কেন মহেন্দ্র সিং ধোনির মুখে?
হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে চলছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচ। সেখানে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৮৬ রান তুলেছে অরেঞ্জ আর্মি। ৪৭ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ঈশান কিষাণ।
পড়ুন বিস্তারিত – Ishan Kishan: রাখেনি মুম্বই, নতুন জার্সিতে ঈ’শানদার’ প্রথম সেঞ্চুরি; সেলিব্রেশনে জবাব!
আজ রবিবার আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।