IPL 2024: ধোনির টিম প্লে-অফ খেলবেই… IPLএর আগেই চমকে দেওয়া ভবিষ্যদ্বাণী কেন সানির?

Feb 08, 2024 | 7:10 PM

MS Dhoni: গতবারও সিএসকে আইপিএল জিতেছে। ১৪ বারের মধ্যে ১২বার প্লে-অফে খেলেছে। আইপিএলের ট্র্যাক রেকর্ডের কারণে নয়, ভারসাম্যের কারণেই প্লে-অফে দেখতে পাচ্ছেন সানি। ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মুস্তাফিজুর রহমানদের মতো বিদেশি ক্রিকেটারদের পাশাপাফি শার্দূল ঠাকুর, সমীর রিজভি, অবিনাশ রাও আরাভল্লিদের মতো দেশিয় ক্রিকেটারদের নিয়েছেন ধোনি।

IPL 2024: ধোনির টিম প্লে-অফ খেলবেই... IPLএর আগেই চমকে দেওয়া ভবিষ্যদ্বাণী কেন সানির?
IPL 2024: ধোনির টিম প্লে-অফ খেলবেই... IPLএর আগেই চমকে দেওয়া ভবিষ্যদ্বাণী কেন সানির?
Image Credit source: X

Follow Us

কলকাতা: আইপিএলের ১৭তম সংস্করণে চ্যাম্পিয়ন হতে পারে কোন টিম? নিশ্চিত ভাবে আইপিএলের (IPL) সম্ভাব্য চ্যাম্পিয়ন টিমের নাম না বলতে পারলেও প্লে-অফে কারা উঠতে পারে, তার খানিকটা আন্দাজ একমাস আগেই দিয়ে দিচ্ছেন কিংবদন্তি ক্রিকেটার। বলা হয়, একটা টিমের সাফল্য নির্ভর করে প্লেয়ার বাছাইয়ের উপর। আর সে দিক থেকে চেন্নাই সুপার কিংসকে আগামী আইপিএলের প্লে-অফে দেখতে পাচ্ছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) টিম অন্যতম ধারাবাহিক টিম, পাঁচবার আইপিএলও জিতেছে। সানি কী ব্যাখ্যা দিচ্ছেন?

গতবারও সিএসকে আইপিএল জিতেছে। ১৪ বারের মধ্যে ১২বার প্লে-অফে খেলেছে। আইপিএলের ট্র্যাক রেকর্ডের কারণে নয়, ভারসাম্যের কারণেই প্লে-অফে দেখতে পাচ্ছেন সানি। ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, মুস্তাফিজুর রহমানদের মতো বিদেশি ক্রিকেটারদের পাশাপাফি শার্দূল ঠাকুর, সমীর রিজভি, অবিনাশ রাও আরাভল্লিদের মতো দেশিয় ক্রিকেটারদের নিয়েছেন ধোনি। সানির যুক্তি, ‘যদি নিলাম থেকে নেওয়ার প্লেয়ারদের তালিকা দেখা হয়, বুঝতে পারা যাবে ওদের শক্তি কতটা। গতবার বোলিংয়ের ক্ষেত্রে সামান্য দুর্বলতা ছিল। অম্বাতি রায়াডুর অবসরের পর ব্যাটিংয়ের ক্ষেত্রেও মিডল অর্ডারে শক্তি বাড়াতে হত। সব কাজ সেরে রেখেছে সিএসকে। অন্য বারের মতো চেন্নাই খুব স্বাভাবাকি ভাবেই শেষ চারে যাবেই। আইপিএলে কোনও টিম ফেভারিট বলা যায় না। মাথায় রাখতে হবে, ওরা কিন্তু ভীষণ ধারাবাহিক। ১৩তম বার প্লে-অফে যাবে, ধরে নেওয়া যায়।’

কিছু প্লেয়ারের চোট আঘাত নিয়ে প্রশ্ন আছে চেন্নাইয়ে। কিন্তু সানি বলে দিচ্ছেন, ‘আমার মনে হয় সে সব নিয়ে চাপ থাকবে না। কারণ, চেন্নাইয়ের অনেক বিকল্প আছে। দীপক চাহারকে নিয়ে যদি প্রশ্ন থাকে, শার্দূল ঠাকুর আছে।’

Next Article