Eden Gardens: বিশ্বকাপে ইডেনে টিকিটের দাম কত, ঘোষণা করল সিএবি; জেনে নিন বিস্তারিত

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 10, 2023 | 9:14 PM

World Cup 2023 Ticket Price: বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য তাই অভিনব ভাবনা। ম্যাচ অনুযায়ী টিকিটের দাম। সর্বসাধারণের কথা ভেবেই টিকিটের দাম ঠিক করা হয়েছে।

Eden Gardens: বিশ্বকাপে ইডেনে টিকিটের দাম কত, ঘোষণা করল সিএবি; জেনে নিন বিস্তারিত
Image Credit source: OWN Photograph

Follow Us

কলকাতা: বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে অনেক আগেই। সূচিও ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, সকলের কথা ভেবেই টিকিটের দাম ঠিক করা হবে। ঘরের মাঠে বিশ্বকাপ। ক্রিকেট প্রেমীরা আশা করবেন মাঠে গিয়ে ম্যাচ দেখতে। বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য তাই অভিনব ভাবনা। ম্যাচ অনুযায়ী টিকিটের দাম। সর্বসাধারণের কথা ভেবেই টিকিটের দাম ঠিক করা হয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের গুরুত্ব বুঝে বিশ্বকাপের ম্যাচের টিকিটের দাম ধার্য্য করল সিএবি। এমন ঘটনা সিএবিতে নজিরবিহীন। সিএবির অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে এই সিদ্ধান্ত। ম্যাচ বুঝে টিকিটের দাম ঠিক করল বাংলা ক্রিকেট সংস্থা। বাংলাদেশ বনাম পাকিস্তান এবং বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচে টিকিটের ন্যুনতম দাম ৮০০ টাকা। বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ম্যাচের ন্যুনতম টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়া বি ব্লকে সুপার হসপিটালিটি বক্সের ভাবনা রয়েছে সিএবির। হাইভোল্টেজ ম্যাচের জন্য আরও একটু বেশি খরচ করতে হবে ক্রিকেট প্রেমীদের। ভারত-দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচে টিকিটের ন্যুনতম দাম ৯০০ টাকা।

বাংলা ক্রিকেট সংস্থা দ্রুতই বিশ্বকাপের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে। সিএবি চাইছে, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলা ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই কমিটিতে থাকুন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দক্ষ প্রশাসক থাকা বাড়তি ভরসা। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও এই কমিটিতে থাকার বিষয়ে নিশ্চয়তা দেননি। তেমনই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আরও জানান, আইসিসি এবং বোর্ডের অনুমতি পেলে সেমিফাইনালে অনুষ্ঠানও হতে পারে ইডেন গার্ডেন্সে।

বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ১ অর্থাৎ শ্রীলঙ্কা ম্যাচের টিকিটের দাম- সমস্ত আপার টায়ার ৬৫০টাকা, ডি এবং এইচ ব্লক ১ হাজার টাকা। বি, সি, কে, এল ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা করে।

ইংল্যান্ড বনাম পাকিস্তান এবং বাংলাদেশ বনাম ম্যাচের টিকিটের দাম-আপার টায়ার ৮০০ টাকা, ডি এবং এইচ ব্লক ১২০০ টাকা, সি এবং কে ব্লক ২ হাজার টাকা, বি এবং এল ব্লক ২২০০ টাকা।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম- আপার টায়ার ৯০০ টাকা, ডি এবং এইচ ব্লক ১৫০০ টাকা, সি এবং কে ব্লক ২৫০০ টাকা, বি এবং এল ব্লক ৩ হাজার টাকা।

Next Article