ICC World Cup: বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে সৌরভের সার্টিফিকেট

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 04, 2023 | 8:14 PM

Cricket World Cup 2023, Sourav Ganguly: দ্বিতীয় ট্রফির জন্য অপেক্ষা করতে হয়েছে ২৮ বছর। ২০১১ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন। অপেক্ষা আরও আগেই মিটতে পারত। একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে ২০০৩ সালে দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই টিমের অনেকেই ২০১১ বিশ্বকাপ জয়ের কারিগর। এ বারও দেশের মাটিতে ভারত চ্যাম্পিয়ন হবে, এমনই প্রত্যাশা সৌরভের। তার নানা কারণও তুলে ধরেন প্রাক্তন অধিনায়ক।

ICC World Cup: বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়াকে সৌরভের সার্টিফিকেট
Image Credit source: X

Follow Us

কলকাতা: এক যুগ পর ফের ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। এ বারের টুর্নামেন্ট আরও বেশি অর্থবহ। ২০১১ সালে বিশ্বকাপ মিলিত ভাবে আয়োজন করেছিল ভারত। সঙ্গী ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা। এ বার একক ভাবে বিশ্বের সেরা টুর্নামেন্ট আয়োজন করছে। কাল থেকে শুরু বিশ্বকাপ। ইংল্যান্ডে গত বিশ্বকাপে মাঠ কাঁপিয়েছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন হতে না পারলেও সেমিফাইনালে উঠেছিল। প্রতিযোগিতায় বেশ কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিল। তেমনই কমেন্ট্রি বক্সে অন্যতম আকর্ষণ ছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর বিশ্লেষণ সকলের কাছেই গ্রহণযোগ্য। কাল থেকে শুরু বিশ্বকাপ। তা নিয়েই নানা বিষয় জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ওয়ান ডে ফরম্যাটে ভারত প্রথম বার বিশ্বকাপ জেতে ১৯৮৩ সালে। দ্বিতীয় ট্রফির জন্য অপেক্ষা করতে হয়েছে ২৮ বছর। ২০১১ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন। যদিও এই অপেক্ষা আরও আগেই মিটতে পারত। একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে ২০০৩ সালে দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই টিমের অনেকেই ২০১১ বিশ্বকাপ জয়ের কারিগর। এ বারও দেশের মাটিতে ভারত চ্যাম্পিয়ন হবে, এমনই প্রত্যাশা সৌরভের। তার নানা কারণও তুলে ধরেন প্রাক্তন অধিনায়ক।

সৌরভ এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘কাল থেকে ৪৫ দিনের অনবদ্য একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে। ক্রিকেটের সেরা জায়গা ভারত। সব দিক থেকেই বিশ্বকাপ সফল হয়ে উঠবে। রাহুল দ্রাবিড়, রোহিতদের অনেক শুভেচ্ছা। ২০১১ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এ বারও সেই সুযোগ রয়েছে। ব্যাটিং গভীরতা, বোলিং, সব বিভাগেই শক্তিশালী টিম ইন্ডিয়া।’

টুর্নামেন্টের আরও বেশ কিছু ম্যাচে নজর তাঁর। এর মধ্যে রয়েছে প্রথম ম্যাচেই ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড। গত বার ফাইনালে চূড়ান্ত নাটক হয়েছিল। এ বার প্রথম ম্যাচে গত বারের দুই ফাইনালিস্টের ম্যাচ আকর্ষণীয় হবে, মনে করেন সৌরভ। নিউজিল্যান্ড টিম বড় মঞ্চে ভালো খেলে এবং এ বারও খেলবে, বলছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

Next Article