Wasim Akram, CWC 2023: বাবরের হাতে ট্রফি দেখছেন পাকিস্তানের বিশ্বজয়ী প্রাক্তন পেসার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 27, 2023 | 6:07 PM

Cricket World Cup 2023: ইংল্যান্ডে ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে রাউন্ড রবিন পর্বে ৯টির মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছিল পাকিস্তান। যদিও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেনি। গত বিশ্বকাপ থেকে অবশ্য ওয়ান ডে-তে দারুণ ফর্মে পাকিস্তান।

Wasim Akram, CWC 2023: বাবরের হাতে ট্রফি দেখছেন পাকিস্তানের বিশ্বজয়ী প্রাক্তন পেসার
Image Credit source: ICC

Follow Us

মুম্বই: সূচি প্রকাশ করে দিয়েছে আইসিসি। এ বার অপেক্ষা খেলা শুরুর। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। পাকিস্তান অভিযান শুরু করবে ৬ অক্টোবর। বিশ্বকাপে বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনালও হবে একই মাঠেই। এখনও অবধি একবারই ওডিআই বিশ্বকাপ জিতেছে পাকিস্তান। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম মনে করছেন, এ বার বিশ্বকাপ জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর আজম। আইসিসি ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে বাবর। তাঁর নেতৃত্বে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান। ওয়াসিম আক্রম মনে করছেন, বাবর আজম এবং দলের অন্যান্য অভিজ্ঞ ক্রিকেটাররা স্বপ্নপূরণ করতে পারে। বিশ্বকাপে পাকিস্তান দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মহম্মদ রিজওয়ান, ইমাম উল হক, ফখর জামান, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, শাদাব খানরা। পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম আইসিসিকে বলেন, ‘আমাদের দল খুবই শক্তিশালী। বিশেষ করে ওয়ান ডে ফরম্যাটে। বর্তমান প্রজন্মের সেরা ওডিআই ব্যাটার বাবর আজম নেতৃত্ব দেবেন। দলের সকলেই যদি ফিট থাকে, ওদের দারুণ সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার। তার অন্যতম কারণ, ভারত এবং উপমহাদেশের পরিবেশ-পরিস্থিতি আমাদের পরিচিত।’

ইংল্যান্ডে ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে রাউন্ড রবিন পর্বে ৯টির মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছিল পাকিস্তান। যদিও সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেনি। গত বিশ্বকাপ থেকে অবশ্য ওয়ান ডে-তে দারুণ ফর্মে পাকিস্তান। আইসিসি ক্রমতালিকায় ওডিআই-তে দ্বিতীয় স্থানে রয়েছে। অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে দারুণ ছন্দে। কেরিয়ারের ১৮টি ওডিআই সেঞ্চুরির মধ্যে ৮টি এসেছে গত বিশ্বকাপের পর থেকে।

অধিনায়ক বাবর আজমকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম আরও বলছেন, ‘আমার মনে হয় সময়ের সঙ্গে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ও। পুরো দেশ ওকে অনুসরণ করে। ওকে দেখতেই গ্যালারিতে ভিড় হয়। সেটা যে ফর্ম্যাটেই খেলা হোক না কেন। সবচেয়ে সুন্দর কভার ড্রাইভ বাবরই খেলতে পারে।’

Next Article