Virat Kohli, CWC 2023: ওয়াংখেড়ের সেই উৎসব আবার ফিরে দেখতে চান কিং কোহলি!

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 28, 2023 | 1:36 AM

Cricket World Cup 2023: এটাই হয়তো শেষ ওয়ান ডে বিশ্বকাপ বিরাট কোহলির। ৩৪ বছরের ক্রিকেটারের পরের বিশ্বকাপে প্রায় আটত্রিশ বছর বয়স হবে। ধরেই নেওয়া যায়, পরের ওয়ান ডে বিশ্বকাপে তিনি আর থাকবেন না।

Virat Kohli, CWC 2023: ওয়াংখেড়ের সেই উৎসব আবার ফিরে দেখতে চান কিং কোহলি!
Image Credit source: twitter

Follow Us

মুম্বই: ১৫ অক্টোবর আমেদাবাদে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ওই দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচের উত্তাপ নিতে হাজির থাকবেন সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। গ্যালারি যেমন তেতে থাকবে, তেমনই উত্তেজনায় ফুটবে দুই টিমের ক্রিকেটাররাও। আমিরশাহীর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। কিন্তু ওয়ান ডে বিশ্বকাপে এখনও ভারতের বিরুদ্ধে জয় খুঁজে পায়নি পাকিস্তান। বাবর আজমের টিম যেমন মুখিয়ে থাকবে সেরাটা দেওয়ার জন্য, তেমনই রোহিত শর্মার টিমও পাকবধের ছক কষবে। বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে এ দিন, মঙ্গলবার। আর তার পরই নানা দেশের নানা তারকারা নিজেদের বিশ্বকাপ ঘিরে স্বপ্ন জানিয়ে দিয়েছেন। বিরাট কোহলিও পিছিয়ে নেই। কী বললেন তিনি? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

২০১১ সালে ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির ভারত বিশ্বকাপ জিতেছিল। ১৯৮৩ সালের পর আবার ওয়ান ডে বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ হয়েছিল ভারতের। সেই টিমের শরিক ছিলেন তরুণ বিরাট কোহলিও। দক্ষিণ দিল্লির ছেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ৪৯ বলে ৩৫ রানের কার্যকর ইনিংস খেলেছিলেন। সেই স্মৃতি ফিরে দেখেছেন বিরাট। বলেছেন, ‘আমি তখন টিমের তরুণ ক্রিকেটার। সিনিয়ররা বিশ্বকাপ ফাইনালটা জেতার জন্য কতটা মুখিয়ে ছিল, দেখেছিলাম। কোন স্বপ্ন ওদের তাড়িয়ে বেড়াচ্ছিল, বুঝতে পেরেছিলাম। ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল স্পেশালই ছিল। তাই ট্রফিটা জিততে মরিয়া ছিল।’

ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে জেতা ভারতীয় টিম এ বারও নামবে সেখানে। মুম্বইয়ে ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন বিরাট। দিল্লির ছেলে হলেও মুম্বই এখন তাঁর ঠিকানা। যে কারণে ‘ঘরের মাঠ’এর উত্তাপ নিতে চাইছেন তিনি। তাঁর কথায়, ‘ব্যক্তিগত ভাবে বলতে পারি, আমি এ বারের বিশ্বকাপে মুম্বইয়ে খেলার জন্য মুখিয়ে আছি। ওই মাঠে খেলার দারুণ অভিজ্ঞতা এখন রয়েছে। এ বারও সেটা পাব, জানি। বিশ্বকাপের ম্যাচের জন্য মুম্বইবাসী কতটা মেতে থাকবেন, ভালো করেই জানি। মুম্বই বিশ্বকাপের ম্যাচ ঘিরে সব সময় উত্তেজিত থাকে। এ বারও থাকবে।’

এটাই হয়তো শেষ ওয়ান ডে বিশ্বকাপ বিরাট কোহলির। ৩৪ বছরের ক্রিকেটারের পরের বিশ্বকাপে প্রায় আটত্রিশ বছর বয়স হবে। ধরেই নেওয়া যায়, পরের ওয়ান ডে বিশ্বকাপে তিনি আর থাকবেন না। কেরিয়ার শুরু করেছিলেন ওয়ান ডে বিশ্বকাপ জিতে। কেরিয়ারের শেষ লগ্ন এসে ওই বিশ্বকাপটা আর একবার মুঠোয় ধরতে চান কিং কোহলি।

Next Article