কলকাতা: ঘরে ফেরার গান। তবে ভিনদেশের হয়ে। এক যুগ পর ভারতের মাটিতে বিশ্বকাপ। নেদারল্যান্ডস ক্রিকেট টিমের কাছেও এই এক যুগ দীর্ঘ অপেক্ষা ছিল। শেষ বার ভারতের মাটিতেই ওডিআই বিশ্বকাপ খেলেছিল তারা। দীর্ঘ ১২ বছর পর ওয়ান ডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। আজ পাকিস্তানের বিরুদ্ধে তেইশের বিশ্বকাপে অভিযান শুরু করবে ডাচরা। ২০১১-র বিশ্বকাপ আরও একজন ক্রিকেটারের ‘জন্ম’ দিয়েছিল। আর্য দত্ত। গল্পটা কী? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নেদারল্যান্ডস ক্রিকেট টিমে রয়েছেন আর্য দত্ত। ক্রিকেটের সঙ্গে তাঁর পরিচয় ২০১১ বিশ্বকাপেই! প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। মাহিকে দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন। ভারতের সঙ্গে তাঁর টান যে পৈত্রিক! আর্যর বাবা পঞ্জাবের হোশিয়ারপুরের। ৩৫ বছর আগে আর্যর পরিবার নেদারল্যান্ডসে পাড়ি দেয়। ছুটির সময় গ্রামে আসার সুযোগ হত আর্যর। ২০১১ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে দেখে সেই ছুটে আসাটা জরুরি হয়ে পড়ে।
আর্যর জন্ম এবং বেড়ে ওঠা এমন একটা দেশে, যেখানে ক্রিকেট ততটা জনপ্রিয় নয়। কিন্তু প্রিয় ক্রিকেটারকে দেখে তাঁর ইচ্ছেটাও ডানা মেলে। তখন তাঁর বয়স ১৩। পঞ্জাবেই ক্রিকেট হাতেখড়ি। স্পোর্টসস্টারকে এক সাক্ষাৎকারে আর্য দত্ত বলেন, ‘আমার সফর শুরু হয়েছিল ২০১১ সালেই। তখন আমার মাত্র ৯ বছর। ভারত বিশ্বকাপ জেতে। যেহেতু ধোনি আমার পছন্দের ক্রিকেটার, পুরো বিশ্বকাপেই নজর রেখেছিলাম। তারপরই একটু আধটু ক্রিকেট খেলার শুরু। ১৩ বছর বয়সে ভারতে আসি ক্রিকেট শিখতেই।’
ভারতে শেষ বিশ্বকাপ টেলিভিশনে দেখেছেন। এ বার বিশ্বকাপ খেলবেন আর্য। স্থানীয় ক্রিকেটে নজর কাড়েন। ২০২১ সালে নেদারল্যান্ডস জাতীয় দলে সুযোগ। ২০ বছরের এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে ২৫টি ওডিআই, পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ান ডে ফরম্যাটে ২০টি উইকেটও রয়েছে তাঁর। হাতে গোনা কিছু বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ হয়েছে। ভারতের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। নয়তো আরও একটা স্বপ্ন পূরণ হত। তবে মূল পর্বে সুযোগ রয়েছে। অপেক্ষা সেই ম্যাচেরই। দ্বিতীয় ‘বাড়িতে’ বিশ্বকাপে নজর কাড়াই লক্ষ্য এই ডাচ ক্রিকেটারের।