ICC World Cup: মাস ছয়েক পর ফিরেই চোট আতঙ্ক! জিতে টিমকে কৃতিত্ব কেনের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Oct 14, 2023 | 2:36 AM

New Zealand vs Bangladesh, Kane Williamson: প্রত্যাবর্তনের ম্যাচে অনবদ্য ব্যাটিং। সঙ্গে রয়েছে চোট আতঙ্কও। তাঁকে আউট করতে পারেনি বাংলাদেশ বোলাররা। কিন্তু রান নিতে দৌড়নোর সময় একটা থ্রো উইলিয়ামসনের হাতে লাগে। পুরোটাই অনিচ্ছাকৃত। কিন্তু এতেই সমস্যায় পড়েছেন উইলিয়ামসন। হয়তো তিন অঙ্কের রানেই প্রত্যাবর্তন হত। চোটের কারণে মাঠ ছাড়েন। স্ক্যান এবং তার রিপোর্ট না আসা অবধি পরিস্থিতি বোঝা যাবে না।

ICC World Cup: মাস ছয়েক পর ফিরেই চোট আতঙ্ক! জিতে টিমকে কৃতিত্ব কেনের
Image Credit source: X

Follow Us

চেন্নাই: গত আইপিএলের প্রথম ম্যাচে চোট। পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছিল কেন উইলিয়ামসনের। বিশ্বকাপে খেলাও অনিশ্চিত ছিল। অবশেষে তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে পাওয়া গেল উইলিয়ামসনকে। প্রত্যাবর্তনের ম্যাচে অনবদ্য ব্যাটিং। সঙ্গে রয়েছে চোট আতঙ্কও। তাঁকে আউট করতে পারেনি বাংলাদেশ বোলাররা। কিন্তু রান নিতে দৌড়নোর সময় একটা থ্রো উইলিয়ামসনের হাতে লাগে। পুরোটাই অনিচ্ছাকৃত। কিন্তু এতেই সমস্যায় পড়েছেন উইলিয়ামসন। হয়তো তিন অঙ্কের রানেই প্রত্যাবর্তন হত। চোটের কারণে মাঠ ছাড়েন। স্ক্যান এবং তার রিপোর্ট না আসা অবধি পরিস্থিতি বোঝা যাবে না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নিজের চোট কিংবা পারফরম্যান্সের চেয়েও কেন উইলিয়ামসনের মুখে দলের প্রশংসা। অনবদ্য বোলিংয়ে বাংলাদেশকে অল্প রানে আটকে রাখার পর কেন উইলিয়ামসনের ব্যাটে ৭৮ রান। ড্যারেল মিচেল করেন অপরাজিত ৮৯। বাংলাদেশের বিরুদ্ধে ৮ উইকেটের জয়। তাও আবার ৪৩ বল বাকি থাকতেই। উইলিয়ামসনের কথায়, ‘পুরোটাই দলের কৃতিত্ব। সকলেই অবদান রেখেছে।’

ম্যাচ শেষে আঙুলে চোট প্রসঙ্গে কেন বলছেন, ‘ব্যাট ধরতে একটু সমস্যা হচ্ছে। কিছুটা ফুলেও রয়েছে। শনিবার স্ক্যান করা হবে। তবে আশা করছি, সব ঠিকঠাকই থাকবে।’ একটা চোটের মাঝে প্রসঙ্গ উঠল আর একটা চোট। আইপিএলে সেই হাঁটুর চোট। এর জন্য বিশ্বকাপে নামাই অনিশ্চিত হয়ে পড়েছিল। সেই প্রসঙ্গেও তাঁর মুখে টিম। আইপিএলে গুজরাট টাইটান্সের এই ব্যাটার বলছেন, ‘মাঠে ফিরতে পেরেছি, এটাই আসল। অতীতে কী হয়েছে ভেবে লাভ নেই। টিমের সব ঠিক হলেই হল।’

Next Article