Sachin Tendulkar: অজিদের বিরুদ্ধে নামার আগে ঈশ্বরের দেখা পেল আফগানিস্তান

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 06, 2023 | 9:29 PM

ICC World Cup, Afghanistan Cricket Team: সচিনকে 'নিজের' টিম মেম্বারদের সম্পর্কে নানা বিষয়ে বলেন জাডেজা। রশিদ খানও মাস্টার ব্লাস্টারকে সচিনকে অনেক কিছু বলেন। সচিনও আফগান ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের পরামর্শ দেন। ইব্রাহিম জাদরান, নবীন উল হকরা মাস্টার ব্লাস্টারকে সামনে পেয়ে আপ্লুত। বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার। তাঁদের প্রশংসায় ভরিয়ে দেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সেই ভিডিয়ো প্রকাশ করেছে।

Sachin Tendulkar: অজিদের বিরুদ্ধে নামার আগে ঈশ্বরের দেখা পেল আফগানিস্তান
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: তেইশের বিশ্বকাপের সেরা চমক আফগানিস্তান। এর আগে দুটি বিশ্বকাপে খেলেছে তারা। সব মিলিয়ে দু-বার জয়ের মুখ দেখেছিল। ভারতের মাটিতে ইতিমধ্যেই চার ম্যাচ জিতেছে আফগানিস্তান। গত তিন ম্যাচেই জয়। সেমিফাইনালের দৌড়ে খুবই ভালো জায়গায় রয়েছে আফগানিস্তান। তার জন্য মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ধাপ পেরোতে হবে আফগান ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ঈশ্বরের দেখা পেলেন আফগানিস্তান ক্রিকেটাররা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের অনুশীলনে হাজির মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ক্রিকেট ঈশ্বরের থেকে নানা পরামর্শও পেলেন আফগান ক্রিকেটাররা। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের মাটিতে বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল আফগানিস্তান। ভারতের কাছেও হার। তবে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারায় তারা। এরপর প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য জয়। গত ম্যাচে আর এক প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও হারায়। আফগানিস্তানের এই পারফরম্যান্সের নেপথ্যে রয়েছেন সচিনের সতীর্থও। বিশ্বকাপ শুরুর আগেই অজয় জাডেজাকে মেন্টর নিয়োগ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তাঁর ছোঁয়ায় যেন বদলে গিয়েছে দলটা।

সচিনকে ‘নিজের’ টিম মেম্বারদের সম্পর্কে নানা বিষয়ে বলেন জাডেজা। রশিদ খানও মাস্টার ব্লাস্টারকে সচিনকে অনেক কিছু বলেন। সচিনও আফগান ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের পরামর্শ দেন। ইব্রাহিম জাদরান, নবীন উল হকরা মাস্টার ব্লাস্টারকে সামনে পেয়ে আপ্লুত। বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার। তাঁদের প্রশংসায় ভরিয়ে দেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড সেই ভিডিয়ো প্রকাশ করেছে।

অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে নামার আগে আফগানিস্তান ক্রিকেটাররা বাড়তি আত্মবিশ্বাস পেলেন। সচিনের পরামর্শ তাঁদের কতটা উদ্বুদ্ধ করতে পারে, সেটাই দেখার।

Next Article