বিশ্বকাপ ফাইনালে চূড়ান্ত নাটক। বাউন্ডারি নিয়মে ইংল্যান্ড চ্যাম্পিয়ন। খেতাব জিতে ইংল্যান্ড ক্রিকেটাররা আনন্দ উৎসবে মাতলেও, তাতে যেন অনেক কিছুর অভাব ছিল। নিউজিল্যান্ড ক্রিকেটাররাই শুধু নয়, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরাই হতাশ হয়েছিলেন, একটা রুদ্ধশ্বাস ম্যাচের পর তার ফল নিয়ে। কথা হচ্ছে ২০১৯ বিশ্বকাপ ফাইনাল নিয়ে। মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্য়ান্ড। তখনও অবধি ৫০ ওভারের ফরম্যাটে বিশ্ব জয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড। টানা দ্বিতীয় বার ফাইনালে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড। আচ্ছা, ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে কি যুগ্ম বিজয়ী ঘোষণা করা যেত? এমন প্রশ্নে ক্লিন বোল্ড রোহিত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে অন্যতম ফেভারিট ছিল ভারত। পুরো টুর্নামেন্টে তেমনই পারফরম্যান্স। ওপেনার রোহিত শর্মা একাই পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু সেমিফাইনাল রিজার্ভ ডে-তে পৌঁছতেই ব্যাকফুটে টিম ইন্ডিয়া। মেঘলা আবহাওয়ায় নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে খাবি খায় ভারত। গতি ও সুইংয়ে বাজিমাত করেছিলেন কিউয়ি পেসাররা। ফেভারিট ভারতকে ছিটকে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। অন্য়দিকে, ক্রিকেটের আঁতুরঘর আর এক ফাইনালিস্ট। তাদের সামনে প্রথম বার ওয়ান ডে ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
ফাইনাল টাই হয়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও টাই। কিছুক্ষণের জন্য সকলেই বাকরুদ্ধ। এমন নাটকীয়, রোমাঞ্চকর ম্যাচ দেখে সেটাই স্বাভাবিক। তাহলে চ্যাম্পিয়ন কে? দ্রুতই জানানো হয়, বাউন্ডারি নিয়মে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যে কোয়ালিটির ম্যাচ হয়েছে, তাতে কোনও দলকে আলাদা করাই ছিল কঠিন। ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করায় অধিকাংশই হতাশ ছিলেন। বরং এমন একটা ফাইনালের পর যুগ্মবিজয়ী ঘোষণাই যেন, পোয়েটিক জাস্টিস হত!
ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেন্স মিটে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয়, গত বিশ্বকাপে কি ইংল্যান্ড-নিউজিল্যান্ডকে যুগ্মবিজয়ী ঘোষণা করা যেত? সেখানে উপস্থিত ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক জস বাটলার ও গত বিশ্বকাপের অধিনায়ক ইয়ন মর্গ্যান। রোহিতের পাশাপাশি তাঁরাও ফাঁপড়ে পড়েন। হেসে রোহিতের জবাব, ‘আমি ঘোষণা করার কে? আমার তো সেই ক্ষমতা নেই! এটা আমার কাজ নয়।’
এ বার অবশ্য নিয়ম পরিবর্তন হয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপে নকআউটের কোনও ম্যাচ টাই হলে, বিজয়ী বেছে নেওয়া হবে অন্য ভাবে। কী ভাবে? সেটা জানতে আমাদের ওয়েব সাইটেই নজর রাখুন!