ICC World Cup 2023: মাঠে নামার আগেই বাবরকে চ্য়ালেঞ্জ গিলের

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 04, 2023 | 7:10 PM

Subhman Gill: প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উপমহাদেশের মাটিতেইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কতটা দ্রুত মানিয়ে নিতে পারছে তার উপর নির্ভর করবে সাফল্য।যে সব বিদেশি ক্রিকেটাররা দীর্ঘদিন আইপিএলে খেলছেন, তাঁরা টিমের চালিকাশক্তি হয়ে উঠবেন।

ICC World Cup 2023: মাঠে নামার আগেই বাবরকে চ্য়ালেঞ্জ গিলের
গিল ও বাবর

Follow Us

রাত পোহালেই ঢাকে কাঠি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023)। ১২ বছর পর আবার ভারতের মাটিতে বিশ্বকাপ। সে বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। রোহিত শর্মার টিম কি আবার সাফল্যের মঞ্চে উঠতে পারবে? দেশের মাটিতে বিশ্বকাপ, স্বাভাবিকভেবেই বাড়তি চাপ রয়েছে ‘মেন ইন ব্লু’-এর ঘাড়ে। এরই মাঝে ওডিআই ব়্যাঙ্কিং পেশ করল আইসিসি। সেরা তারকাদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন ভারতের শুভমন গিল। প্রথম স্থানে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গিল ছাড়া আর কে কে রয়েছেন আইসিসির সেরার তালিকায়?

ব্যাটারদের মধ্যে এক নম্বরে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৭। অন্যদিকে ৮৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করে বসে রয়েছেন গিল। বাদ নেই কোহলি-রোহিতরাও। সেরা ব্যাটারদের তালিকায় নবম স্থানে রয়েছেন কিং কোহলি। তাঁর ঝুলিতে ৬৯৬ পয়েন্ট। কোহলির থেকে এক পয়েন্ট কম নিয়ে (৬৯৫)দশম স্থান নিশ্চিত করে ফেলেছেন ‘হিট ম্যান’। এ তো গেল ব্যাটিং,বোলিং-এও প্রথম দিকেই জায়গা করে নিয়েছে ভারত।

এক নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর ঝুলিতে রয়েছে ৬৬৯ পয়েন্ট। অলরাউন্ডেরর তালিকায় ভারতকে জায়গা করে দিয়েছে হার্দিক পান্ডিয়া।
যখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সব দল, তখনই আইসিসির এই তালিকা যেন কিছুটা হলেও তাতিয়ে দিচ্ছে প্লেয়ারদের। পিছিয়ে পড়াদের এগিয়ে আসতে হবে, আইসিসির সেরার তালিকায় জায়গা করে নিতে খেলতে হবে আরও ভাল, এটাই এখন তাঁদের লক্ষ্য। বৃহস্পতিবার আমেদাবাদে ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। উপমহাদেশের মাটিতে বিদেশি টিমগুলো, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কতটা দ্রুত মানিয়ে নিতে পারছে তার উপর নির্ভর করবে সাফল্য। যে সব বিদেশি ক্রিকেটাররা দীর্ঘদিন আইপিএলে খেলছেন, তাঁরা টিমের চালিকাশক্তি হয়ে উঠবেন। এই বিশ্বকাপে ১৪-৪০ ওভার যে সব টিম ভাল পারফর্ম করতে পারবে, তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

Next Article