CWCQ 2023: শ্রীলঙ্কার বড় জয়; সুপার সিক্সে স্কটল্যান্ড, ওমানও

Jun 25, 2023 | 10:53 PM

World Cup 2023 Qualifier: সুপার সিক্সের সম্ভাবনা শেষ আয়ার্ল্যান্ডের। এই গ্রুপ থেকে সুপার সিক্সে গেল শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওমান। দৌড়ে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হত আয়ার্ল্যান্ডকে।

CWCQ 2023: শ্রীলঙ্কার বড় জয়; সুপার সিক্সে স্কটল্যান্ড, ওমানও
Image Credit source: ICC

Follow Us

দিমুথ করুণারত্নের শতরান, বল হাতে অনবদ্য ওয়ানিন্দু হাসারঙ্গা। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতল শ্রীলঙ্কা। ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে জায়গা করে নিল শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে সুপার সিক্সে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমান। সুপার সিক্স থেকে মাত্র দুটি দল ভারতে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ার্ল্যান্ড। ইনিংসের নবম ওভারে শ্রীলঙ্কা শিবিরে জোড়া ধাক্কা দেয় আয়ার্ল্যান্ড। তেমনই ইনিংসের শেষ দিকে মাত্র ৪৪ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। মাঝে দিমুথ করুণারত্নের দাপট। ৪৮ রানে দুই ব্যাটারকে হারিয়ে প্রবল চাপে পড়েছিল শ্রীলঙ্কা। আর এক ওপেনার দিমুথ করুণারত্নে এবং চারে নামা সাদিরা সমরবিক্রম জুটি পরিস্থিতি সামাল দেয়।

করুণারত্নে শতরান করেন। ১০৩ বলে ১০৩ রানে ফেরেন তিনি। সমরবিক্রম ৮৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন। অনবদ্য একটা ক্যামিও ইনিংস খেলেন ধনঞ্জয় ডি সিলভা। ৩৫ বলে ৪২ রানে অপারজিত থাকেন তিনি। এক বল বাকি থাকতেই শ্রীলঙ্কা ইনিংস শেষ হয় ৩২৫-এর বড় স্কোরে।

আয়ার্ল্যান্ড ব্যাটিং আক্রমণে গভীরতা থাকলেও প্রয়োজন ছিল একটা বড় ইনিংস। কিন্তু বড় কোনও জুটিই গড়তে পারল না আয়ার্ল্যান্ড। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। আয়ার্ল্যান্ড ব্যাটাররা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গাকে সামলাতে। ১০ ওভারে ৭৯ রান দিলেও ৫ উইকেট নেন হাসারঙ্গা। টানা তিন ম্যাচে পাঁচ উইকেট নিলেন তিনি। শ্রীলঙ্কার ৩২৫-এর জবাবে আয়ার্ল্যান্ড ইনিংস শেষ মাত্র ১৯২ রানেই।

এই হারে সুপার সিক্সের সম্ভাবনা শেষ আয়ার্ল্যান্ডের। এই গ্রুপ থেকে সুপার সিক্সে গেল শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ওমান। দৌড়ে থাকতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হত আয়ার্ল্যান্ডকে। তাতে অবশ্য ক্ষীণ আশা থাকত। শ্রীলঙ্কার কাছে হার, সেই আশাও নেই।

অন্য ম্যাচে, ওমানকে হারিয়ে দিল স্কটল্যান্ড। টস জিতে ফিল্ডিং নেয় ওমান। শুরুতেই ধাক্কা খেলেও ঘুরে দাঁড়ায় স্কটিশরা। ব্র্যান্ডন ম্যাকমুলেনের ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস, অধিনায়ক রিচি বেরিংটনের অর্ধশতরান। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৩২০ রানে অলআউট স্কটল্যান্ড। ওমানের হয়ে বিলাল খান ৫ উইকেট নেন। ব্যাটিংয়ে ওমানের সেই অর্থে কোনও জুটি গড়ে ওঠেনি। কিপার-ব্যাটার নাসিম খুশি ৬৯ রানের ইনিংস খেললেও খুব একটা পার্থক্য গড়ে দিতে পারলেন না। ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রানে থামে ওমানের ইনিংস। ৭৬ রানে জয়ী স্কটল্যান্ড।

Next Article