হারারে: ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) যোগ্যতা অর্জন পর্বে আরও একটা জয় জিম্বাবোয়ের (Zimbabwe)। গ্রুপ পর্ব থেকে ৪ পয়েন্ট পকেটে নিয়ে সুপার সিক্স পর্বে নেমেছিলেন সিকান্দার রাজারা। সুপার সিক্সেও প্রথম ম্যাচেই জয়। ওমানকে ১৪ রানে হারাল জিম্বাবোয়ে। এখনও তাদের হাতে চার ম্যাচ রয়েছে। আজ, ৩০ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে শ্রীলঙ্কা। তারাও যদি জেতে ওয়েস্ট ইন্ডিজের রাস্তা আরও কঠিন হবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতে ওডিআই বিশ্বকাপের ৮টি দল আগেই নিশ্চিত হয়েছিল। বাকি রয়েছে দুটি স্পট। এর জন্য লড়াইয়ে নেমেছিল মোট দশটি দল। চারটি দল ইতিমধ্যেই লড়াইয়ের বাইরে। বাকি ছ’টি দলের মধ্যে সুপার সিক্স পর্ব শুরুর আগে অ্যাডভান্টেজ ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। বৃহস্পতিবার শুরু হয়েছে সুপার সিক্স পর্ব। জয় দিয়ে শুরু করল জিম্বাবোয়ে। গ্রুপ পর্বের ৪ পয়েন্টের সঙ্গে যোগ হল আরও ২ পয়েন্ট।
জিম্বাবোয়ের হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন শন উইলিয়াম। ওমানের বিরুদ্ধে ১৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ হেরে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। তাদের ঝুলিতে কোনও পয়েন্ট নেই। ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার সিক্সে সব ম্যাচই কার্যত নকআউট। তেমনই জিম্বাবোয়ে কিংবা শ্রীলঙ্কার জয়ে ওয়েস্ট ইন্ডিজের সুযোগ কমবে। ৬ পয়েন্ট নিয়ে আপাতত সুপার সিক্সে শীর্ষে জিম্বাবোয়ে।
Zimbabwe continue their winning streak to start the Super Six stage with an important win ?#CWC23 | #ZIMvOMA: https://t.co/Q8Wfk9rOEs pic.twitter.com/EDrkugEHvX
— ICC (@ICC) June 29, 2023
ওয়েস্ট ইন্ডিজকে এ দিন অক্সিজেন দিতে পারত ওমানের জয়। ৩৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শতরান করেন কাশ্যপ প্রজাপতি (১০৩)। ওমানকে জেতানোর জন্য যদিও তা যথেষ্ঠ ছিল না। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৮ রান তোলে ওমান। আজ, শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে শ্রীলঙ্কা। দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার রয়েছে ৪ পয়েন্ট। নেদারল্যান্ডসের ২ পয়েন্ট। শ্রীলঙ্কা জিতলে জিম্বাবোয়ের মতো তারাও ভারতের পথে এক পা বাড়িয়ে রাখবে।