নয়াদিল্লি: টানা তিন ম্যাচ জিতে ওডিআই সিরিজ জয়ী রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। দুর্দান্ত ফর্মে রয়েছে শুভমন গিল, মহম্মদ সামি, বিরাট কোহলিরা। টিম ইন্ডিয়ার (Team India) পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট মহল। এ বার সামি, সিরাজদের প্রশংসা করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া। তাঁর মতে, ভারতীয় পেসারদের দাপট কার্যত রুখে দিতে পারে নাম করা ব্যাটসম্যানদের। সেই সঙ্গেই নিজের দল, পাকিস্তানকে এক হাত নিয়েছেন তিনি। পাক অধিনায়ক বাবর আজম স্বার্থপর ক্রিকেট খেলেন, এমন সব বিস্ফোরক মন্তব্য উঠে আসে প্রাক্তন স্পিনারের কথায়। আর কী-কী বলেছেন তিনি? তুলে ধরল TV9 Bangla।
কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো ফল করেনি পাকিস্তান। আর তাতেই ক্ষুব্ধ প্রাক্তন পাক লেগস্পিনার দানিশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, দলের অধিনায়ক বাবর আজম ৫০-৬০ রান করলেও তাতে দলের কোনও লাভ হচ্ছে না। বাবর নাকি দলের জন্য খেলেনই না, এরূপ বিস্ফোরক মন্তব্যও করেন নিজের ইউটিউব চ্যানেলে। অন্য দিকে, কিউয়িদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বোলিং থেকে ব্যাটিং, সর্বত্রই ছাপ ফেলেছে রোহিতবাহিনী। ভারতীয় দলের সঙ্গে তুলনা টেনে প্রাক্তন ক্রিকেটার বলেন, “ভারতের মতো অন্যান্য দেশের থেকে আমাদের শেখা উচিত।” পাকিস্তানের বর্তমান ফর্ম নিয়েও মুখ খুলেছেন দানিশ। বলেছেন, “আমরা (পাকিস্তান) ওডিআইতে কোনও ছাপ ফেলতে পেরেছি কি? একজন ক্রিকেটারও কি শতরানের গন্ডি পার করতে পেরেছে? ভারতের মতো দলের থেকে আমাদের শেখা উচিত।”
যে পাকিস্তান টিমকে একসময় পেস বোলিংয়ের আঁতুরঘর বলা হত, তাদের বোলিং নিয়ে একেবারেই সন্তুষ্ট নন প্রাক্তন স্পিনার। তাঁর কথায়, পাকিস্তান জাতীয় দলে শোয়েব আখতারের মতো পেসারের অভাব রয়েছে। আমির সোহেল, ইমরান ফারাতের মতো দাপুটে ওপেনারদের প্রয়োজন দলে, যোগ করেন শেষে। একসময় ওডিআই ফরম্যাটে পাকিস্তানকে ভয় পেত প্রতিপক্ষরা, সেই পাকিস্তানের আজ এই পরিনতি! তা মেনে নিতে পারছেন না কানেরিয়া।