আমেদাবাদ: বিশ্বজেয়র রেশ কাটেনি অজি শিবিরের। সেলিব্রেশনে মেতে তারা। ভারতীয় ক্রিকেটারদের ক্ষেত্রে উল্টোটা। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও ট্রফির ম্যাচে হতাশা। বৃহস্পতিবার শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ বিশাকাপত্তনমে। বিশ্বকাপ স্কোয়াডের বেশির ভাগ ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। প্রথম তিন ম্যাচে তাঁর ডেপুটি ঋতুরাজ গায়কোয়াড় এবং পরবর্তী দু-ম্যাচে শ্রেয়স আইয়ার। তরুণ ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে এই সিরিজের স্কোয়াড। ভারতের ‘দ্বিতীয় সারির’ দল দেখেই কি সরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার? ইঙ্গিত তেমনই। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সদ্য ওয়ান ডে ক্রিকেটে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। তাদের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ডেভিড ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলার কথা ছিল। শেষ মুহূর্তে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত অজি দল নির্বাচন কমিটির। তেইশের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বাধিক রান স্কোরার ওয়ার্নার। ৫৩৫ রান করেছেন তিনি। ম্যাথিউ ওয়েডের নেতৃত্বে ঘোষিত টি-টোয়েন্টি দলে থাকলেও স্কোয়াডে বদল করল অস্ট্রেলিয়া। ওয়ার্নারের পরিবর্ত হিসেবে স্কোয়াডে অ্যারন হার্ডি।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্নার দেশে ফিরবেন।’ ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ এবং বিশ্বকাপ মিলিয়ে প্রায় দু-মাস কেটেছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন ওয়ার্নার। তবে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে পুরোপুরি সরে দাঁড়াচ্ছেন কিনা, নিশ্চিত নয়। বছরের শুরুতে ওয়ার্নার ইঙ্গিত দিয়েছিলেন, ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে খেলেই টেস্ট থেকে অবসর নিতে পারেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড থেকে সাতজন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন।
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, তনবীর সাঙ্ঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।