DC vs RR, IPL 2021, Match 36 Results: সঞ্জুর লড়াই কাজে এল না, জিতল পন্থের দিল্লি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 25, 2021 | 7:32 PM

DC vs RR LIVE Score: শনিবার আইপিএলে ডাবল হেডার রয়েছে। তার প্রথম ম্যাচেই ঋষভ-সঞ্জু দ্বৈরথ।

DC vs RR, IPL 2021, Match 36 Results: সঞ্জুর লড়াই কাজে এল না, জিতল পন্থের দিল্লি
দিল্লির উইকেট পাওয়ার উচ্ছ্বাস (ছবি-আইপিএল ওয়েবসাইট)

Follow Us

আইপিএলের (IPL) ৩৬তম ম্যাচে আজ মুখোমুখি ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আজ, শনিবার আইপিএলে ডাবল হেডার রয়েছে। তার প্রথম ম্যাচেই ঋষভ-সঞ্জু দ্বৈরথ।

টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছিল ঋষভ পন্থের দিল্লি। সঞ্জুর রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ১৫৫ রান। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রানে থমকে যায় রাজস্থান রয়্যালস। লড়াই করেছিলেন রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। কিন্তু দিল্লির বোলারদের দাপটে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারল না রাজস্থান। ৩৩ রানে সঞ্জুরা হেরে গেলেন পন্থদের কাছে।

 

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 25 Sep 2021 07:14 PM (IST)

    ৩৩ রানে জিতল পন্থের দিল্লি

    কাজে এল না রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের লড়াই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান তোলে সঞ্জুরা। ৩৩ রানে পন্থের দিল্লির কাছে হারল গোলাপি শহরের দল

  • 25 Sep 2021 06:57 PM (IST)

    সঞ্জুর হাফসেঞ্চুরি

    দিল্লির বিরুদ্ধে আবু ধাবিতে রাজস্থান অধিনায়কের হাফসেঞ্চুরি পূর্ণ।


  • 25 Sep 2021 06:53 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    শেষ ৩ ওভারে রাজস্থানকে জয়ের জন্য তুলতে হবে ৫৬ রান। ১৭ ওভারে রাজস্থান ৯৯/৫

  • 25 Sep 2021 06:44 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ৮২/৫

    খেলা বাকি ৫ ওভারের। রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ৭৩ রান।

  • 25 Sep 2021 06:32 PM (IST)

    রিয়ান পরাগ আউট

    ২ রান করে সাজঘরে ফিরলেন রিয়ান পরাগ। অক্ষর প্যাটেলের শিকার হলেন পরাগ

  • 25 Sep 2021 06:26 PM (IST)

    ফের উইকেট পতন রাজস্থানের

    রাবাডা নিলেন মহিপাল লোমলোরের উইকেট

  • 25 Sep 2021 06:22 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৪৮/৩

    খেলা বাকি ১০ ওভারের

  • 25 Sep 2021 06:06 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল দিল্লি। ৩ উইকেট হারিয়ে এই মুহূর্তে রীতিমতো চাপে রাজস্থান রয়্যালস।

  • 25 Sep 2021 06:02 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ১৯/৩

    ৩ উইকেট হারিয়ে চাপে সঞ্জুরা

  • 25 Sep 2021 06:00 PM (IST)

    আউট মিলার

    ৭ রান করে সাজঘরে ফিরলেন ডেভিড মিলার। পাওয়ার প্লে-র আগেই তিন উইকেট হারিয়ে ফেলল রাজস্থান।

  • 25 Sep 2021 05:52 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ১৫/২

    শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে রাজস্থান রয়্যালস। ৩ ওভার শেষে সঞ্জুদের স্কোর ১৫/২। রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ১৪০ রান

  • 25 Sep 2021 05:44 PM (IST)

    যশস্বী আউট

    এনরিক নর্টজের শিকার হলেন রাজস্থান ওপেনার যশস্বী জসওয়াল। পরপর দুই ওপেনারের উইকেট হারাল রাজস্থান

  • 25 Sep 2021 05:41 PM (IST)

    লিয়াম লিভিংস্টোন আউট

    মাত্র ১ রান করে আউট হলেন রাজস্থান ওপেনার লিয়াম লিভিংস্টোন। শুরুতেই দিল্লিকে সাফল্য এনে দিলেন আবেশ খান

     

  • 25 Sep 2021 05:35 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন লিয়াম লিভিংস্টোন ও যশস্বী জসওয়াল

  • 25 Sep 2021 05:22 PM (IST)

    ১৫৪ রানে দিল্লির ইনিংস শেষ

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে ঋষভ পন্থের দিল্লি। সঞ্জুর রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ১৫৫ রান

  • 25 Sep 2021 05:12 PM (IST)

    অক্ষর প্যাটেল আউট

    ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অক্ষর প্যাটেল

  • 25 Sep 2021 05:03 PM (IST)

    ১৭ ওভারে দিল্লি ১২৪/৫

    খেলা বাকি ৩ ওভারের। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ৫ উইকেটে ১২৪।

    অক্ষর প্যাটেল ২*, ললিত যাদব ৫*

  • 25 Sep 2021 05:00 PM (IST)

    হেটমায়ার আউট

    ২৮ রান করে মাঠ ছাড়লেন শিমরন হেটমায়ার।

  • 25 Sep 2021 04:50 PM (IST)

    ১৫ ওভারে দিল্লি ১০৪/৪

    খেলা বাকি ৫ ওভারের। শতরানেক গণ্ডি পেরিয়েছে রাজধানী। গোলাপি শহরকে কত রানের টার্গেট দিতে পারবে পন্থের দিল্লি?

  • 25 Sep 2021 04:48 PM (IST)

    দিল্লির শতরান

    ১৪.৪ ওভারে চেতন সাকারিয়ার বল বাউন্ডারিতে পাঠালেন শিমরন হেটমায়ার। পাশাপাশি দিল্লি দলগত শতরানও পূর্ণ করল।

  • 25 Sep 2021 04:41 PM (IST)

    শ্রেয়স আউট

    ঋষভ পন্থের পর শ্রেয়স আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেট হারাল দিল্লি। ৪৩ রান করে সাজঘরে ফিরে গেলেন শ্রেয়স

  • 25 Sep 2021 04:29 PM (IST)

    ঋষভ পন্থের উইকেট হারাল দিল্লি

    ২৪ রান করে মাঠ ছাড়লেন দিল্লির নেতা পন্থ

     

  • 25 Sep 2021 04:20 PM (IST)

    ১০ ওভারে দিল্লি ৬৬/২

    খেলা বাকি ১০ ওভারের।

  • 25 Sep 2021 04:11 PM (IST)

    দিল্লির দলগত ৫০ রান

    ৮.২ ওভারে দিল্লি দলগত ৫০ রান পূর্ণ করল

  • 25 Sep 2021 04:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    আজকের ম্যাচের পাওয়ার প্লে-তে সফল রাজস্থান। দিল্লির দুই ওপেনারের উইকেট পেয়েছে কার্তিক ত্যাগী ও চেতন সাকারিয়া প্রথম ৬ ওভারে দিল্লির স্কোর ৩৬/২

  • 25 Sep 2021 03:56 PM (IST)

    ৫ ওভারে দিল্লি ২৫/২

    ৫ ওভারের মধ্যেই দ্বিতীয় ঝটকা খেল পন্থের দিল্লি। ৫ ওভারে দিল্লির স্কোর ২ উইকেটে ২৫

  • 25 Sep 2021 03:52 PM (IST)

    পৃথ্বী শ আউট

    ৪.১ ওভারে পৃথ্বী শ-এর উইকেট তুলে দিল্লিকে দ্বিতীয় ঝটকা দিলেন রাজস্থানের চেতন সাকারিয়া।

  • 25 Sep 2021 03:48 PM (IST)

    শিখর ধাওয়ান আউট

    পৃথ্বী-শিখরকে বড় পার্টনারশিপ গড়তে দিলেন না রাজস্থানের নয়া সেনসেশন কার্তিক ত্যাগী। ৩.১ ওভারে কার্তিকের বলে আউট হলেন শিখর ধাওয়ান

  • 25 Sep 2021 03:45 PM (IST)

    ৩ ওভারে দিল্লি ১৮/০

    ভালো শুরু দিল্লির। প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ধাওয়ান-শ জুটি তুলেছে ১৮ রান।

  • 25 Sep 2021 03:34 PM (IST)

    দিল্লির ইনিংস শুরু

    দিল্লির হয়ে ওপেনিংয়ে নামলেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ।

  • 25 Sep 2021 03:14 PM (IST)

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: ডেভিড মিলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মহিপাল লোমরোর, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, তাবরাইজ শামসি, চেতন সাকারিয়া, কার্তিক ত্যাগি, মুস্তাফিজুর রহমান।

  • 25 Sep 2021 03:11 PM (IST)

    দিল্লির প্রথম একাদশ

    দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আভেশ খান, এনরিক নর্টজে।

  • 25 Sep 2021 03:04 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল রাজস্থান রয়্যালস।

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সঞ্জু স্যামসন

  • 25 Sep 2021 02:59 PM (IST)

    ডেস্টিনেশন আবু ধাবি

    দুবাই থেকে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা পৌঁছে গিয়েছেন আবু ধাবিতে। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে পন্থের দিল্লি

  • 25 Sep 2021 02:55 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    এখনও পর্যন্ত আইপিএলে ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে দিল্লি জিতেছে ১১ বার। রাজস্থান জিতেছে ১২বার