India vs England: হুডার ছক্কা কাঁপাল রবি শাস্ত্রীদের কমেন্ট্রি বক্স, দেখুন ভিডিও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 08, 2022 | 4:02 PM

Deepak Hooda: মইন আলিদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তিন নম্বরে নেমেছিলেন দীপক। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিনে সেঞ্চুরি করেছিলেন। সেই ছন্দই ধরে রেখে বাটলারদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলে গেলেন দীপক।

India vs England: হুডার ছক্কা কাঁপাল রবি শাস্ত্রীদের কমেন্ট্রি বক্স, দেখুন ভিডিও
হুডার ছক্কা কাঁপাল রবি শাস্ত্রীদের কমেন্ট্রি বক্স, দেখুন ভিডিও
Image Credit source: Twitter

Follow Us

সাউদাম্পটন: এজবাস্টন টেস্ট যে অতীত, তা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেই (T20) বুঝিয়ে দিলেন রোহিত শর্মারা। ৫০ রানের বড় ব্যবধানে রোজ বোলে প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লুরা। ভারতের নেতা রোহিত এই সিরিজে ফিরেছেন। পুরোদস্তুর অল-রাউন্ডারের ভূমিকায় ফিরেছেন হার্দিক পান্ডিয়া। পাশাপাশি সুযোগের সদ্ব্যবহার করেছেন দীপক হুডা (Deepak Hooda)। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে খেলার সুযোগটা কোনও মতেই হেলায় ফেলে রাখেননি হুডা। বৃহস্পতিবার রাতে বাটলারদের বিরুদ্ধে ১৭ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রান করে যান হুডা। মইন আলিদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তিন নম্বরে নেমেছিলেন দীপক। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিনে সেঞ্চুরি করেছিলেন। সেই ছন্দই ধরে রেখে বাটলারদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলে গেলেন দীপক। আর হুডার ছক্কা কাঁপিয়ে দিল রবি শাস্ত্রীদের (Ravi Shastri) কমেন্ট্রি বক্স। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

অল্পের জন্য রক্ষা পেয়েছেন রবি শাস্ত্রী। ম্যাচের পঞ্চম ওভারে মইন আলিকে জোড়া ছয় মারেন হুডা। দীপকের মারা সেই ছয় গিয়ে পৌঁছায় ঠিক কমেন্ট্রি বক্সের সামনে। সেখানে সেই সময় ধারাভাষ্য করছিলেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। হাউসফুল গ্যালারির দর্শকদের পাশাপাশি রবি শাস্ত্রীও সেই সময় হুডার ছয় দেখে অবাক হয়ে গিয়েছিলেন।

উল্লেখ্য, রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে মেন ইন ব্লু। বাটলারদের সামনে ১৯৯ রানের বড় টার্গেট দিয়েছিল রোহিতের দল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ইংল্যান্ড। প্রথম ওভারেই অধিনায়ক জস বাটলারের উইকেট হারিয়ে ফেলে ইংলিশব্রিগেড। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ব্যাটে-বলে অনবদ্য হার্দিক। প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে অর্ধশতরান এবং ৪ টি উইকেট নিলেন হার্দিক। যুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট। স্লগ ওভারে ২ উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা অর্শদীপ সিং। তবে, ৫০ রানের বড় ব্যবধানে জয়ের পরও ভারতের অস্বস্তি থাকল ফিল্ডিংয়ে।

Next Article