Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিম দিল্লির প্রথম দিনের অনুশীলনে রাহানেরা

আইপিএল (IPL) শুরুর ঠিক ৮ দিন আগে অনুশীলনের জন্য মাঠে নেমে পড়লেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেটাররা। ৭ দিনের কোয়ারান্টিন কাটিয়ে নেট প্র্যাকটিসের সুযোগ পেলেন রাহানে-ইশান্তরা (Ajinkya Rahane and Ishant Sharma)। কোয়ারান্টিনে (Quarantine) থাকাকালীন হোটেলেই শরীরচর্চা চালিয়ে গেছেন ক্রিকেটাররা। টিম হোটেল থেকে মাঠে যাওয়ার পথে টিম বাসে উমেশ যাদবরা (Umesh Yadav) জানালেন, এতদিন পর মাঠে অনুশীলন করতে যাওয়ার অনুভূতি কেমন।

| Updated on: Apr 01, 2021 | 3:25 PM
অজিঙ্কা রাহানে অনুশীলনের আগে বলেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর পাক্কা ২০ দিন পর মাঠে ব্যাট হাতে অনুশীলনে নামলাম।"

অজিঙ্কা রাহানে অনুশীলনের আগে বলেন, "ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর পাক্কা ২০ দিন পর মাঠে ব্যাট হাতে অনুশীলনে নামলাম।"

1 / 5
উমেশ যাদব চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ফিট হয়ে ফিরছেন আইপিএল ১৪-তে।

উমেশ যাদব চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ফিট হয়ে ফিরছেন আইপিএল ১৪-তে।

2 / 5
নেট প্র্যাকটিসে নামার প্রস্তুতিতে ইশান্ত শর্মা।

নেট প্র্যাকটিসে নামার প্রস্তুতিতে ইশান্ত শর্মা।

3 / 5
আইপিএলে নামার জন্য মুখিয়ে রয়েছেন ললিত যাদব।

আইপিএলে নামার জন্য মুখিয়ে রয়েছেন ললিত যাদব।

4 / 5
অনুশীলনের ফাঁকে ইশান্ত শর্মার সঙ্গে খুনসুটিতে মত্ত অমিত মিশ্র।

অনুশীলনের ফাঁকে ইশান্ত শর্মার সঙ্গে খুনসুটিতে মত্ত অমিত মিশ্র।

5 / 5
Follow Us: