মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণ বেশ হই হই চলছে। আজ বৃহস্পতিবার রয়েছে মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) নেমেছিল স্নেহ রানার গুজরাট জায়ান্টসের (Gujarat Giants) বিরুদ্ধে। টসে জিতে প্রথমে গুজরাটকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দিল্লির অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলেন লরা উলফার্ট-অ্যাশলে গার্ডনাররা। দিল্লির সামনে টার্গেট ছিল ১৪৮ রানের। পুরো ২০ ওভার খেলতে পারেনি মেগের দল। ১৮.৪ ওভারের মাথায় ১৩৬ রান তুলে অল আউট হয়ে যায় দিল্লি। যার ফলে ১১ রানে ম্যাচ জিতল গুজরাট। এই নিয়ে ব্রেবোর্নে দ্বিতীয় ম্যাচ জিতল গুজরাট। উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি বনাম গুজরাট ম্যাচের হাইলাইটস দেখতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।
দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি, দয়ালান হেমলতা।
দিল্লির বিরুদ্ধে ১১ রানে জিতল গুজরাট। ১৮.৪ ওভারের মাথায় ১৩৬ রান তুলে গুটিয়ে যায় দিল্লি।
অরুন্ধতীর ক্যামিও ইনিংস। গুজরাটকে নবম উইকেট এনে দিলেন কিম গার্থ।
ম্যাচ জিততে হলে দিল্লিকে তুলতে হবে ৩০ বলে ৪৩ রান।
রাধা যাদবের উইকেট তুলে নিলেন তনুজা কানওয়ের। মাত্র ১ রান করে ফিরলেন রাধা।
রান আউট ছন্দে থাকা মারিজানে কাপ। ৩৬ রান করে মাঠ ছাড়লেন মারিজানে। অশ্বিনী কুমারির থ্রো ছিটকে দেয় স্টাম্পের ওপরে থাকা বেল।
অ্যাশলে গার্ডনার তুলে নিলেন তানিয়া ভাটিয়ার উইকেট। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন তানিয়া।
বোলিংয়ে পরিবর্তন এনে সফল হলেন গুজরাটের অধিনায়ক স্নেহ। হরলীন দেওল তুলে নিলেন জেস জোনাসনের উইকেট। ৪ রান করে মাঠ ছাড়লেন জেস।
জেমাইমা রডরিগজের উইকেট তুলে নিলেন কিম গার্থ। চতুর্থ উইকেট হারাল দিল্লি। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন জেমাইমা।
দিল্লির ৬ ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে-র শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৫১।
রান আউট হলেন অ্যালিস ক্যাপসি। ২২ রান করে মাঠ ছাড়লেন অ্যালিস।
গুজরাটের অধিনায়ক স্নেহ রানা তুলে নিলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংয়ের উইকেট। ১৫ বলে ১৮ রান করে মাঠ ছাড়লেন মেগ।
৮ রান করে মাঠ ছাড়লেন শেফালি ভার্মা। গুজরাটকে প্রথম সাফল্য এনে দিলেন তনুজা কানওয়ের।
দিল্লি ক্যাপিটালসের টার্গেট ১৪৮। রান তাড়া করতে নামল দিল্লি ক্যাপিটালস। ওপেনিংয়ে মেগ ল্যানিং ও শেফালি ভার্মা।
৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অ্যাশলে গার্ডনার।
লরা উলফার্টকে ফেরালেন অরুন্ধতী রেড্ডি। চতুর্থ উইকেট হারাল গুজরাট জায়ান্টস।
৪১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গুজরাটের ওপেনার লরা উলফার্ট।
৩৩ বলে ৩১ রান করে মাঠ ছাড়লেন হরলীন দেওল। দ্বিতীয় উইকেট হারাল গুজরাট। দিল্লিকে দ্বিতীয় উইকেট এনে দিলেন জেস জোনাসন।
গুজরাটের ইনিংসের ৩ ওভারের খেলা শেষ। প্রথম ৩ ওভারে ১ উইকেট হারিয়ে গুজরাট তুলেছে ১৫ রান।
প্রথম ওভারের শেষ বলে সোফিয়া ডাঙ্কলির উইকেট তুলে নিলেন মারিজানে কাপ। ৪ রান করে মাঠ ছাড়লেন সোফিয়া।
তারা নরিসের জায়গায় এসেছেন পুনম যাদব।
দিল্লি ক্যাপিটালসের একাদশ: মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, অ্যালিস ক্যাপসি, মারিজানে কাপ, জেস জোনাসন, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব, পুনম যাদব।
অ্যানাবেল সাদারল্যান্ড ও সাব্বিনেনি মেঘনার জায়গায় লরা উলফার্ট ও অশ্বিনী কুমারি।
গুজরাট জায়ান্টস : সোফিয়া ডাঙ্কলি, লরা উলফার্ট, সুষমা ভার্মা, দয়ালান হেমলতা, স্নেহ রানা (অধিনায়ক), হরলীন দেওল, তনুজা কানওয়ার, কিম গার্থ, অশ্বিনী কুমারি, মানসী যোশী, অ্যাশলে গার্ডনার।
গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং।
দিল্লি ক্য়াপিটালস স্কোয়াড: জেমাইমা রডরিগজ, মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, মারিজানে কাপ, তিতাস সাধু, অ্যালিস ক্যাপসি, তারা নরিস, লরা হ্য়ারিস, জসিয়া আখতার, মীনু মানি, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, জেস জোনাসন, স্নেহা দীপ্তি, অরুন্ধতী রেড্ডি, অপর্ণা মণ্ডল।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।
আর ১ ঘণ্টা পর মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগের ম্যাচ।
🗓️ Match No. 1⃣4⃣ @DelhiCapitals 🆚 @GujaratGiants
📍 Brabourne Stadium - CCI, Mumbai
How excited are you for this #DCvGG clash in the #TATAWPL 🤔 pic.twitter.com/EiybYLv4RG
— Women's Premier League (WPL) (@wplt20) March 16, 2023
Published On - Mar 16,2023 6:30 PM