DC vs MI FINAL, Highlights, WPL 2023 : উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
Delhi Capitals vs Mumbai Indians Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।
মুম্বই : দেখতে দেখতে শেষ ধাপ। ২২ ম্যাচের লড়াই শেষ। একটা ট্রফির জন্য দৌড়ে ছিল পাঁচ দল। সেখান থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে আজ মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। এত দিনের সব পরিশ্রমের পুরস্কারের লড়াই। উদ্বোধনী আইপিএলের প্রথম জয় পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচেও তারই পুনরাবৃত্তি হল। উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে ট্রফি মুম্বইয়ের। সামনে ছিল মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস। মেগ ল্যানিং ও হরমনপ্রীত কৌর, আন্তর্জাতিক মঞ্চে এই দু-জনের নেতৃত্বের লড়াই সবসময়ই উপভোগ্য হয়ে উঠে। আরও একটা ফাইনালের লড়াইও উপভোগ্য হয়ে উঠল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মেগ-হরমনপ্রীত দ্বৈরথে বাজিমাত মুম্বই ইন্ডিয়ান্সের। WPL এ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩২ রানের লক্ষ্য দেয় দিল্লি ক্যাপিটালস।
- শুরুতে ২ উইকেট হারিয়ে সাময়িক চাপে মুম্বই ইন্ডিয়ান্স।
- অধিনায়ক হরমনপ্রীত কৌর ও ন্যাট সিবার জুটি ৭৪ রান যোগ করে।
- হরমনপ্রীত রানআউট হয়ে ফেরেন।
- ন্যাট সিবারের অপরাজিত ৬০ রান করেন।
- অ্যামেলিয়া কের ৮ বলে ১৪ রানের ক্যামিও খেলেন।
- ৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছায় মুম্বই ইন্ডিয়ান্স।
-
ন্যাট সিবার
বড় ম্য়াচের প্লেয়ার। গুরুত্বপূর্ণ সময়ে অর্ধশতরান ন্যাট সিবারের।
-
-
জুটি ভাঙল
বিরতির পরই জুটি ভাঙল। অধিনায়ক হরমনপ্রীত রান আউট। ৩৯ বলে ৩৭ রান করেন তিনি। ৭৪ বলে ৭২ রানের পার্টনারশিপ। ম্যাচের রং কি বদলে যাবে?
-
হেইলির হিউজ উইকেট
জেস জোনাসনের বোলিংয়ে অনবদ্য ক্য়াচ অরুন্ধতী রেড্ডির। ২৩ রানে দ্বিতীয় উইকেট হারাল মুম্বই।
-
এক নজরে
- টস জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস।
- ইসি ওংয়ের জোড়া ফুলটসে শেফালি, অ্যালিস ক্যাপসি ফিরতেই দিল্লি শিবিরে সাময়িক আতঙ্ক।
- মেগ ল্য়ানিং আউট হতে ম্যাচের রাশ পুরোপুরি মুম্বইয়ের হাতে।
- মাত্র একশোর মধ্যেই অলআউট হয়ে যাওয়ার পরিস্থিতি ছিল দিল্লির।
- মাত্র ৭৯-৯ স্কোরে ধুঁকছিল দিল্লি।
- শেষ উইকেটে শিখা পান্ডে-রাধা যাদবের বিধ্বংসী জুটি। মাত্র ২৪ বলে ৫২ রান যোগ করে এই জুটি।
- শেষ অবধি মুম্বই ইন্ডিয়ান্সকে ১৩২ রানের লক্ষ্য দেয় দিল্লি ক্যাপিটালস।
-
-
ম্যাথুজের ডাবল উইকেট মেডেন
ডাবল উইকেট মেডেন। স্পেল শেষ হেইলি ম্যাথুজের। বোলিং পরিসংখ্যান ৪-২-৫-৩।
-
অনবদ্য ক্য়াচ
সাইকা ইসাকের অনবদ্য ক্যাচ। অ্যামেলিয়া কের ফের উইকেট নিলেন। ৭৫-৬ স্কোর দিল্লি ক্য়াপিটালসের।
-
মেগ-হতাশা
রানআউট দিল্লি অধিনায়ক মেগ ল্য়ানিং। পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে দিল্লি। স্কোর ৭৪-৫।
-
ব্রেক থ্রু
পার্টনারশিপ ভাঙলেন অ্যামেলিয়া কের। মারিজানে কাপও ফিরলেন।
-
টাইম-আউট
পরিস্থিতি কিছুটা সামাল দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৮ ওভার শেষে স্কোর ৫৩-৩।
-
পাওয়ার প্লে
পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান তুলেছে দিল্লি ক্যাপিটালস। তাদের জন্য় মন্থর শুরুই বলা যায়।
-
ইসি-ইজি
ইসি ওংয়ের জন্য উইকেট নেওয়াটা যেন ইজি। তৃতীয় উইকেট নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার। এলিমিনেটরে হ্যাটট্রিক করেছিলেন। এ দিন ইতিমধ্যেই তিন উইকেট তাঁর ঝুলিতে।
-
ফাইনাল দেখতে সচিন তেন্ডুলকর
উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে উপস্থিত সচিন তেন্ডুলকর। জায়ান্ট স্ক্রিনে তাঁকে দেখাতেই চিৎকার। উপস্থিত রয়েছেন রোহিত শর্মা, ঈশান কিষাণরাও।
The legendary @sachin_rt in the house for the #Final ???
Follow the match ▶️ https://t.co/N0U4wKUU0z#TATAWPL | #DCvMI pic.twitter.com/s3WcTg6com
— Women’s Premier League (WPL) (@wplt20) March 26, 2023
-
এ বারও ফুলটস!
দ্বিতীয় বলেই আউট অ্যালিস ক্যাপসি। ফের ফুলটস। শর্ট মিড অফে ক্যাচ। নো-বল চেক করলেও লাভ হয়নি।
-
শেফালি আউট!
হাই ফুলটস। আউট নিয়ে ধোঁয়াশা। নো-বল রিভিউ। ৩ বলে ১১ রান শেফালির। আউটের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের। কোমরের উচ্চতার ফুলটস নিয়ে অখুশি দিল্লি শিবির। তবে উচ্ছ্বসিত মুম্বই শিবির।
-
স্নায়ুর চাপ
দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করবে। বড় ম্যাচে স্নায়ুর চাপ সামলানোর প্রচুর অভিজ্ঞতা রয়েছে মেগ ল্যানিংয়ের। উল্টো দিকে বিধ্বংসী ওপেনার শেফালি ভার্মা। কিন্তু ফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে স্নায়ুর চাপ কতটা সামলে রাখতে পারেন শেফালি, নজর সেদিকেই।
-
একাদশ আপডেট
দিল্লি ক্যাপিটালস একাদশ : মেগ ল্যানিং, শেফালি ভার্মা, অ্যালিস ক্যাপসি, জেমাইমা রডরিগজ, মারিজানে কাপ, জেস জোনাসন, অরুন্ধতী রেড্ডি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, মিনু মণি
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, হুমাইরা কাজি, অমনজ্যোৎ কৌর, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক
-
টস আপডেট
উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনাল। মেগা ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের।
-
টিম হাডল
মাঠে নামার আগে…
The reason we call it family ??
The wishes are pouring in from our IPL team all the way from Delhi, for our WPL Team ??#YehHaiNayiDilli #TATAWPL pic.twitter.com/jepDTJ3UXx
— Delhi Capitals (@DelhiCapitals) March 26, 2023
-
দাদা ও দিল্লির শুভেচ্ছে
মেগ ল্যানিংদের জন্য যেমন দিল্লি ক্য়াপিটালস সতীর্থদের শুভেচ্ছা, তেমনই দাদার বার্তাও।
The reason we call it family ??
The wishes are pouring in from our IPL team all the way from Delhi, for our WPL Team ??#YehHaiNayiDilli #TATAWPL pic.twitter.com/jepDTJ3UXx
— Delhi Capitals (@DelhiCapitals) March 26, 2023
-
ওয়ান টিম
ক’দিন পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার আগে উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালের জন্য় সতীর্থদের জন্য শুভেচ্ছা জানালেন রোহিত শর্মারা।
“Mumbai ki ladki full form mein final mein #AaliRe!” ?
Some special wishes from our #OneFamily ahead of the crunch game. ?@ImRo45 @surya_14kumar @timdavid8 @TilakV9 @JDorff5 | #MumbaiIndians #WPL2023 #DCvMI #ForTheW pic.twitter.com/3AzosRsP87
— Mumbai Indians (@mipaltan) March 26, 2023
-
ট্রফির ম্যাচ
শেষ ল্যাপে। উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। নেতৃত্বের দিক থেকে মেগ ল্যানিং বনাম হরমনপ্রীতে অনেকটাই এগিয়ে মেগ। তবে এটা আন্তর্জাতিক মঞ্চ নয়। উইমেন্স প্রিমিয়ার লিগে দুই ক্যাপ্টেনের মস্তিষ্কের লড়াই। দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
Published On - Mar 26,2023 6:30 PM