DC vs UPW Highlights, WPL 2023 : ম্যাকগ্রার অপরাজিত ৯০ রান ব্যর্থ, দিল্লির দ্বিতীয় জয়
Delhi Capitals vs UP Warriorz Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি দিল্লি ক্য়াপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।
মুম্বই: শনিবার শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দিল্লি ক্য়াপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। দু-দলই জয় দিয়ে অভিযান শুরু করেছিল। জয়ের ধারা বজায় রাখল দিল্লি। দুই দলের অধিনায়ক অজি টিমে সতীর্থ। দিল্লির ক্য়াপ্টেন মেগ ল্য়ানিং অস্ট্রেলিয়া জাতীয় দলেরও ক্য়াপ্টেন। অন্য দিকে, ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি অজি দলের গত ভারত সফরে নেতৃত্ব দিয়েছেন। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এসেছেন তাঁরা। এ বার অবশ্য প্রতিপক্ষ। দিল্লি প্রথম ম্যাচে রেকর্ড স্কোর গড়ে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। অন্য দিকে, গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে নিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। আরও একটা রুদ্ধশ্বাস ম্য়াচের অপেক্ষা ছিল উইমেন্স প্রিমিয়ার লিগে। ২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৯-৫ স্কোর অবধি পৌঁছল ইউপি ওয়ারিয়র্স। তাহিলা ম্যাকগ্রা ৫০ বলে ৯০ রানে অপরাজিত থাকেন। ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল। WPL এ দিল্লি ক্য়াপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্স ম্য়াচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- টসে হেরে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস।
- টানা দ্বিতীয় ম্যাচে ২০০-র বেশি স্কোর। এ দিন ৪ উইকেট হারিয়ে ২১১ রান করে তারা।
- ২১২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নামে ইউপি ওয়ারিয়র্স।
- শুরুটা ভালো হলেও ২ রানের ব্যবধানে ৩ উইকেট পড়ে।
- তাহিলা ম্যাকগ্রা ৫০ বলে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেন।
- ইউপি ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান তুলতে সক্ষম হয়।
- শেষ অবধি ৪২ রানে জয়।
- টানা দ্বিতীয় ম্যাচে জিতল দিল্লি ক্যাপিটালস।
-
পাওয়ার প্লে আপডেট
ইউপির শুরুটা ভালো হলেও খেই হারাল। দিল্লির অনবদ্য প্রত্য়াবর্তন। পাওয়ার প্লে-তে ইউপি ওয়ারিয়র্স ৩৩-৩
-
-
ফের অনবদ্য ব্যাটিং দিল্লির
- টানা দ্বিতীয় ম্যাচে ২০০-র উপর স্কোর দিল্লি ক্য়াপিটালসের।
- ওপেনার তথা অধিনায়ক মেগ ল্য়ানিং ৭০ রান করেন।
- জেমাইমা-জেস জোনাসন পঞ্চম উইকেট মাত্র ৩৪ বলে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে।
- জেমাইমা ২২ বলে ৩৪ ও জেস ২০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
- নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান দিল্লির
-
ব্রেক থ্রু
তাহিলা ম্যাকগ্রার বোলিংয়ে ব্রেক থ্রু। অনবদ্য ক্য়াচে শেফালি ভার্মাকে ফেরালেন কিরণপ্রভু নবগীরে।
-
পাওয়ার প্লে
সতর্ক থেকেই শুরু করেছিলেন দিল্লি ক্য়াপিটালসের দুই ওপেনার মেগ ল্য়ানিং ও শেফালি ভার্মা। ক্রমশ গিয়ার বদল এই জুটির। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬২ রান দিল্লির।
-
-
ক্রিজে বিধ্বংসী জুটি
দিল্লি ক্য়াপিটালসের হয়ে ব্য়াটিং করতে অভিজ্ঞ মেগ ল্য়ানিং ও শেফালি ভার্মা। গত ম্য়াচে শতরানের জুটি হয়েছিল। এ বার কত?
-
একাদশ আপডেট
দিল্লি ক্য়াপিটালস: মেগ ল্যানিং, শেফালি ভার্মা, মারিজানে কাপ, জেমাইমা রডরিগজ, অ্যালিস ক্যাপসি, জেস জোনাসন, তানিয়া ভাটিয়া, অরুন্ধতী রেড্ডি, শিখা পান্ডে, রাধা যাদব, তারা নরিস
ইউপি ওয়ারিয়র্স: অ্যালিসা হিলি, শ্বেতা শেরাওয়াত, তাহিলা ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, শাবনিম ইসমাইল, সিমরন শেখ, কিরণপ্রভু নবগীরে, দেবিকা বৈদ্য, সোফি এক্লেস্টন, অঞ্জলী সর্বাণী, রাজেশ্বরী গায়কোয়াড়
গত ম্য়াচের নায়ক গ্রেস হ্যারিস একাদশে নেই! তাঁর পরিবর্তে শাবনিম ইসমাইল।
-
টস আপডেট
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ইউপি ওয়ারিয়র্সের
-
মঞ্চ প্রস্তুত
TV9Bangla-র লাইভ আপডেটে স্বাগত। টসের জন্য় প্রস্তুত।
Published On - Mar 07,2023 6:30 PM