Abhimanyu Easwaran: অভিমন্যুর অপরাজিত শতরান, জিতল ইস্ট জোন
Deodhar Trophy 2023: রঞ্জি ট্রফি ফাইনাল সহ গত তিনটি প্রথম শ্রেনির ম্যাচে একটি শতরানের ইনিংস ছিল অভিমন্যুর। বাকি ইনিংস গুলোতে ধারাবাহিকতা দেখাতে পারেননি।
দেওধর ট্রফিতে জ্বলে উঠলেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। তাঁর শতরানের সৌজন্যে নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জিতল ইস্ট জোন। শতরানের ইনিংসে ১৩টি বাউন্ডারি মেরেছেন তিনি। লিস্ট এ কেরিয়ারে এটি তাঁর অষ্টম শতরান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রঞ্জি ট্রফি ফাইনাল সহ গত তিনটি প্রথম শ্রেনির ম্যাচে একটি শতরানের ইনিংস ছিল অভিমন্যুর। বাকি ইনিংস গুলোতে ধারাবাহিকতা দেখাতে পারেননি। দেওধর ট্রফি ওয়ান ডে টুর্নামেন্টে প্রথম ম্যাচে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ৩৮ রান করেছিলেন অভিমন্যু। এ দিন অপরাজিত শতরানে নজর কাড়লেন।
দিন রাতের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় ইস্ট জোন। রিয়ান পরাগ ৪ উইকেট নেন। এ ছাড়া বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ এই ম্যাচেও নজর কাড়লেন। শাহবাজ ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। মুখতার হোসেনও দুটি উইকেট নেন। নর্থ ইস্টের হয়ে সর্বাধিক রান রেক্সের। ৭৪ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। বাকিদের থেকে অবশ্য প্রতিরোধ দেখা যায়নি। ৪৮ ওভারে ১৬৯ রানেই অলআউট নর্থ ইস্ট জোন।
রান তাড়ায় অভিমন্যু ঈশ্বরণ-উৎকর্ষ সিং ওপেনিংয়ে যোগ করে ৯৩ রান। একটা সময় মনে হয়েছিল ১০ উইকেটে জিততে পারে তারা। ৫৪ বলে ২৯ রানে ফেরেন উৎকর্ষ। তিনে নেমে ১৩ রানে আউট রিয়ান পরাগও। বিরাট সিংকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অভিমন্যু ঈশ্বরণ। ১০২ বলে ১০০ রানে অপরাজিত।