Deodhar Trophy: ফের সেঞ্চুরি রিয়ান পরাগের, ফাইনালে শাহবাজরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 01, 2023 | 5:09 PM

Deodhar Trophy 2023: ওপেনার হার্ভিক দেশাই ৯২ বলে ৯২ রান করেন। উল্টোদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে ইস্ট জোন। দলীয় ৫২ রানে খাতা খোলার আগেই শিবম দুবেকে ফেরান মুরাসিং।

Deodhar Trophy: ফের সেঞ্চুরি রিয়ান পরাগের, ফাইনালে শাহবাজরা
Image Credit source: Twitter

Follow Us

ওয়েস্ট জোনের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে দেওধর ট্রফির ফাইনালে জায়গা করে নিল ইস্ট জোন। ফাইনালে তাদের প্রতিপক্ষ সাউথ জোন। মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন সাউথ জোন গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলছে। সাউথ জোনের ম্যাচটির ওপর নির্ভর করবে, গ্রুপ সেরা হয়ে ফাইনালে কে যাচ্ছে। ইস্ট জোনের বিশাল ব্যবধানে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন রিয়ান পরাগ। কয়েক দিন আগেই শতরান এবং ৪ উইকেটে নজরকাড়া পারফর্ম করেছিলেন। এ দিন আরও একটা অপরাজিত শতরান রিয়ানের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইস্ট জোন বনাম ওয়েস্ট জোন ম্যাচটি ছিল সেমিফাইনাল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইস্ট জোন অধিনায়ক সৌরভ তিওয়ারি। দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ এবং উৎকর্ষ সিং ৫৯ রানের জুটি গড়েন। অভিমন্যু ফেরেন ৩৮ রানে। উৎকর্ষ অর্ধশতরান করেন। বিরাট সিংয়ের অবদান ৪২। পর পর ঋষভ দাস এবং অধিনায়ক সৌরভ তিওয়ারির উইকেট হারিয়ে ফের চাপে পড়ে ইস্ট জোন। এরপরই রিয়ান পরাগের অনবদ্য এবং বিধ্বংসী ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গ দেন কিপার-ব্যাটার কুমার কুশাগ্র।

উল্টোদিকে, অতীত শেঠ, রাজবর্ধন হাঙ্গারকেকর, অর্জন নাগসওয়ালার মতো দক্ষ বোলার। রিয়ানকে আটকাতে পারেননি কেউই। কুমার কুশাগ্র ৪৭ বলে ৫৩ করেন। রিয়ান পরাগ ৬৮ বলে ১০২ রানে অপরাজিত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান তোলে ইস্ট জোন।

এর আগের ম্যাচে রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট জোন। তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শিবম দুবে এবং কথন প্যাটেল। শিবম ছন্দে থাকায় এই ম্যাচেও জেতার প্রত্যাশা ছিল তাদের। জিততে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও তা হল না। ৩৪ ওভারে মাত্র ১৬২ রানেই অলআউট ওয়েস্ট জোন। ইস্ট জোনের পেসার মণিশঙ্কর মুরাসিং একাই কার্যত মুড়িয়ে দেয় তাদের ইনিংস।

ওপেনার হার্ভিক দেশাই ৯২ বলে ৯২ রান করেন। উল্টোদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে ইস্ট জোন। দলীয় ৫২ রানে খাতা খোলার আগেই শিবম দুবেকে ফেরান মুরাসিং। সেখান থেকেই কার্যত হাল ছেড়ে দেয় ওয়েস্ট জোন। মণিশঙ্কর মুরাসিং ৫ উইকেট, উৎকর্ষ সিং ৩ উইকেট নেন। ১টি করে উইকেট আকাশ দীপ ও শাহবাজ আহমেদের। ফাইনালে ইস্ট জোন খেলবে সাউথ জোনের বিরুদ্ধে।

অন্য ম্যাচে, নর্থ ইস্ট জোনকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল নর্থ জোন। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানেই অলআউট নর্থ ইস্ট। মায়াঙ্ক মারকান্ডে এবং মায়াঙ্ক যাদব যথাক্রমে ৪ ও তিনটি উইকেট নেন। জবাবে প্রভসিমরন সিং (৩৫ বলে ৪০) ও হিমাংশু রানার অর্ধশতরানে ১২.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছয় নর্থ জোন।

Next Article