India vs New Zealand: নিয়মরক্ষার ম্যাচেও বাড়তি গুরুত্ব দ্রাবিড়ের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজ থেকেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের রোডম্যাপ সাজাচ্ছেন দ্রাবিড়। ১ বছর বাদে বিশ্বকাপের চূড়ান্ত এগারো কি হবে, তা ঝাড়াই-বাছাই পর্ব শুরু এখন থেকেই।
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
নিয়মরক্ষার ম্যাচ। সিরিজ ভারত জিতে গিয়েছে। তবু ইডেনে ম্যাচ হলে উৎসাহের কোনও খামতি থাকে না। শহরে পা রেখেই সোজা ইডেনে (Eden Gardens) চলে আসেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সঙ্গে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। টিম বাসের সঙ্গে টিম হোটেলে নয়, বরং ক্রিকেটের নন্দনকাননের ২২ গজই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল ইডেনের বরপুত্রের। কোনো দামি গাড়ি নয়, সাধারণ গাড়িতেই ইডেনে ঢুকলেন ভারতীয় দলের কোচ। আসলে ভারতে এখন দ্রাবিড়ীয় যুগ শুরু হয়ে গিয়েছে। যেখানে বিলাসিতার বদলে পারফরম্যান্সই শেষ কথা।
Team India head coach Rahul Dravid inspecting the pitch today at Eden Gardens ahead of the final T20 match against New Zealand scheduled to be held tomorrow. #INDvNZ #RahulDravid pic.twitter.com/nS8ZdWFr8a
— Pooja Mehta (@pooja_news) November 20, 2021
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজ থেকেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের রোডম্যাপ সাজাচ্ছেন দ্রাবিড়। ১ বছর বাদে বিশ্বকাপের চূড়ান্ত এগারো কি হবে, তা ঝাড়াই-বাছাই পর্ব শুরু এখন থেকেই। শেষ টি-টোয়েন্টি ঘিরে আকাশছোঁয়া টিকিটের চাহিদা। আসলে ইডেনে ভারতীয় দল খেললে সবসময়ই টিকিটের চাহিদা সব সময় আকাশছোঁয়া থাকে।
Indian cricket coach Rahul Dravid and batting coach Vikram Rathore at Eden Gardens . pic.twitter.com/jzj8g11qXV
— Taanusree Bose তণুশ্রী বোস (@tanvibose) November 20, 2021
শেষ ম্যাচে প্রথম এগারোয় বেশ কিছু বদলাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনকি ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন। ভেঙ্কটেশ আইয়ারকে ওপেন করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আবেশ খান, হর্ষল প্যাটেলের মতো নতুন মুখরাও তৈরি ইডেনে নিজেদের সেরাটা তুলে ধরতে।
উইকেট বরাবরের মতোই স্পোর্টিং। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বললেন, ‘দ্রাবিড় উইকেট দেখে খুশি। টস ফ্যাক্টর হবে। স্কোরবোর্ডে ১৭০-১৮০ রান আশা করছি।’ শিশির মোকাবিলা করতে অ্যান্টি ডিউ স্প্রে করা হচ্ছে। এ ছাড়া ২ বার রোপিং করা হবে।
A ?? whitewash by ?? on the cards?
Or will the #Kiwis script a comeback?
Who will win the 3rd Paytm #INDvNZ T20I?#BelieveInBlue pic.twitter.com/134BRg4vuj
— Star Sports (@StarSportsIndia) November 21, 2021
নিউজিল্যান্ড রাতে মাঠে নামলেও, উইলিয়ামসন-রস টেলররা আজ সকালেই মাঠে অনুশীলনে নামছে। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে চলবে প্রস্তুতি পর্ব। ম্যাচের রেজাল্ট যতই নিশ্চিত হয়ে যাক, ইডেনের ম্যাচ ঘিরে উন্মাদনা এখনও তুঙ্গে।
আরও পড়ুন: India vs New Zealand: নিউ নর্ম্যালে প্রথম আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটের স্বর্গোদ্যান