কলকাতা: আইপিএলের (IPL) ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম অনেকেরই পছন্দ নয়। আবার এই ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) নিয়ম থাকার ফলে একাধিক ক্রিকেটারের বেশ লাভ হচ্ছে। ইমপ্যাক্ট প্লেয়ারের ‘ইমপ্যাক্ট’ থাকার পরও ক্রিকেট মহলে অনেকেই প্রশ্ন তুলছেন এর জন্য অলরাউন্ডারদের ক্ষতি হচ্ছে। অনেকের মতে, এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্য একটা সময় এমন আসবে, যে অলরাউন্ডারদের আর খুঁজে পাওয়া যাবে না। বিরাট কোহলি, রোহিত শর্মারা খোলাখুলি এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে সমালোচনা করেছেন। ইমপ্যাক্ট বিতর্কে এ বার মুখ খুললেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমালের যুক্তি, বিনোদন আইপিএলের একটা দিক। কিন্তু বিনোদনের সঙ্গে ভারসাম্য রেখে কিছু করা হয় না। অলরাউন্ডার তৈরি করা কিন্তু আইপিএলের লক্ষ্য় নয়। বোর্ডের অসংখ্য টুর্নামেন্ট রয়েছে। সেখানে অলরাউন্ডাররা সুযোগ পান, উঠেও আসেন। RevSportz-কে অরুণ ধুমাল এ বিষয়ে জানিয়েছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালের আগে অরুণ ধুমাল বলেছেন, ‘আইপিএলের কাজ কি অলরাউন্ডার গড়ে তোলা? বিসিসিআই এক বছরে ২০০০টিরও বেশি ক্রিকেট ম্যাচ পরিচালনা করছে। যেখানে ক্রিকেটাররা তাঁদের প্রতিভা দেখানোর সুযোগ পায়। বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এমন অনেক টুর্নামেন্ট রয়েছে। সকল সেরা অলরাউন্ডার এখনও দলের অংশ। সুতরাং, আপনাকে দলের অংশ হতে একজন অলরাউন্ডার হিসেবে আপনার মানদণ্ড বাড়াতে হবে।’
আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের ভবিষ্যত অনিশ্চিত?
আইপিএল চেয়ারম্যান এই প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমরা সব স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করব। তাদের মতামত এবং দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করব। আর টুর্নামেন্টের জন্য যেটা ভালো, ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজিদের স্বার্থে যেটা ভালো আমরা সেটাই করব। খেলার বৃহত্তর স্বার্থে, টুর্নামেন্টের জন্য যা ভালো হবে, আমরা সেটাই করব।’