২৫ বছর পর সৌরভের রেকর্ড ভাঙলেন কনওয়ে

sushovan mukherjee | Edited By: Praveen Sahu

Jun 03, 2021 | 1:16 PM

১৯৯৬ সালে নিজের টেস্ট কেরিয়ারের অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কনওয়ে সেই রেকর্ডও টপকে যান। ১৩৬ রানে অপরাজিত কিউয়ি ওপেনার।

২৫ বছর পর সৌরভের রেকর্ড ভাঙলেন কনওয়ে
ছবি-টুইটার

Follow Us

লন্ডন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন নিউজিল্যান্ডের ডিভন কনওয়ে। লর্ডসে অভিষেক টেস্টেই শতরান করলেন কিউয়ি ওপেনার। ২৫ বছর আগে ১৯৯৬ সালে লর্ডসের মাঠে নিজের অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এত বছর সেই রেকর্ড অক্ষত ছিল।

১৯৯৬ সালে নিজের টেস্ট কেরিয়ারের অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কনওয়ে সেই রেকর্ডও টপকে যান। ১৩৬ রানে অপরাজিত কিউয়ি ওপেনার। সবচেয়ে আশ্চর্যের, দু’জনের জন্মদিনই আবার ৮ জুলাই। দু’জনেই বাঁ-হাতি ব্যাটসম্যান। লর্ডসের মাঠে ইংল্যান্ডের বাইরে তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের টেস্ট কেরিয়ারের অভিষেকেই সেঞ্চুরির নজির গড়লেন কনওয়ে। অস্ট্রেলিয়ার হ্যারি গ্রাহাম সবার আগে এই নজির গড়েছিলেন। ১৮৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টে ১০৭ রান করেন হ্যারি গ্রাহাম।

আরও পড়ুন:আইসিসি র‍্যাঙ্কিং: দুই ও তিনে বিরাট-রোহিত

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুরুতে ব্যাটিং করে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডকে ভালো জায়গায় নিয়ে যান কনওয়ে। ক্রিজে কনওয়ের সঙ্গে রয়েছেন হ্যারি নিকোলস। তিনি ব্যাট করছেন ৪৬ রানে। কনওয়ে-নিকোলস চতুর্থ উইকেটের জুটিতে এখনও অবধি উঠেছে ১৩২ রান। প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ২৪৬।

Next Article