কলকাতা: আইপিএলের মঞ্চ তাঁর অচেনা নয়। কিন্তু এ বার যেন ফের নতুন আঙ্গিকে আইপিএলে নামতে চলেছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরুণ তুর্কি ধ্রুব জুরেল (Dhruv Jurel)। গত বছরের আইপিএলে (IPL) ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে প্রথম বার গোলাপি জার্সি পরার সুযোগ পেয়েছিলেন। এরপর ২০২৩ সালের আইপিএলে ১৩টি ম্যাচে খেলেছিলেন। কিন্তু তখন তাঁর ভারতীয় টিমে অভিষেক হয়নি। দেশের মাটিতে কয়েকদিন আগে শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক হয়েছে উত্তরপ্রদেশের তরুণ উইকেটকিপার ব্যাটার ধ্রুবর। এখন তিনি তারকা হয়ে গিয়েছেন। এ বার আইপিএলের আগে রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিলেন ধ্রুব। পেলেন রাজকীয় অভ্যর্থনা।
ভারতের হয়ে ৩টে টেস্ট ম্যাচ খেলেছেন ধ্রুব। তাতেই বদলে গিয়েছে তাঁর ভাগ্য। ধ্রুবর বাবা কার্গিল যুদ্ধে লড়েছেন। বাবাকে সম্মান জানাতে ধ্রুব ২২ গজে বিশেষ স্যালুট সেলিব্রেশনও করেছিলেন। এ বার তা-ই ফেরত পেলেন ধ্রুব। রাজস্থান রয়্যালসের টিম হোটেলে ধ্রুব প্রবেশ করার পর তাঁকে হোটেলের সকল স্টাফ স্যালুট করেন। একটি লাল কার্পেটের ওপর দিয়ে হেঁটে যান ধ্রুব। আর সেই সময় তাঁর দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন হোটেলের স্টাফরা। সকলে তাঁকে দেখে স্যালুট করতে থাকে। আর হাসিমুখে তিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।
The only way you deserve to be welcomed, @dhruvjurel21 💗🫡 pic.twitter.com/nqDViH8CsV
— Rajasthan Royals (@rajasthanroyals) March 16, 2024
রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এই নিয়ে পিঙ্ক আর্মিতে তৃতীয় মরসুম কাটাতে চলেছেন ধ্রুব। ২০২২ সালের আইপিএলের মেগা নিলামে ২০ লক্ষ টাকায় ধ্রুবকে কিনেছিল রাজস্থান রয়্যালস। সে বছর খেলার সুযোগ পাননি। তেইশের আইপিএলে খেলেছিলেন। আর এ বার সম্ভবত সঞ্জু স্যামসনের রাজস্থানের একাদশে ধ্রুবর জায়গায় প্রায় পাকা।