Dhruv Jurel: দারুণ ম্যাচ উইনার… এক তরুণে মজে রয়েছেন সঙ্গকারার মতো কিংবদন্তি!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 13, 2024 | 2:14 PM

রাজস্থান রয়্যালস থেকেই উত্থান ধ্রুবর। সেই তাঁরই ভারতীয় টেস্ট টিমে ঢুকে পড়ায় অত্যন্ত খুশি হয়েছে কোচ কুমার সঙ্গকারা। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার নিজেও ছিলেন কিপার। তাঁর হাত ধরে আর এক কিপারের উত্থান হল ভারতীয় ক্রিকেটে। ছাত্রকে নিয়ে উচ্ছ্বসিত সঙ্গকারা কী বললেন?

Dhruv Jurel: দারুণ ম্যাচ উইনার... এক তরুণে মজে রয়েছেন সঙ্গকারার মতো কিংবদন্তি!
Dhruv Jurel: দারুণ ম্যাচ উইনার... এক তরুণে মজে রয়েছেন সঙ্গকারার মতো কিংবদন্তি!
Image Credit source: X

Follow Us

কলকাতা: প্রত্যাশা মতোই টিমে সুযোগ পেলেন না ঈশান কিষাণ। তাঁর বদলে এক তরুণ কিপারকে নেওয়া হল ভারতীয় টেস্ট দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ শুরু ২৫ জানুয়ারি, হায়দরাবাদে। তার আগে দুটো টেস্টের জন্য টিম ঘোষণা করা হয়েছে। সেই টিমে রয়েছেন তিন কিপার। লোকেশ রাহুল, শ্রীকর ভরত এবং ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ভারতীয় টিমে ধ্রুবের ঢুকে পড়াটা অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। ঋষভ পন্থের মতোই বিস্ফোরক ব্যাটিং করেন তিনি। রাজস্থান রয়্যালস থেকেই উত্থান ধ্রুবর। সেই তাঁরই ভারতীয় টেস্ট টিমে ঢুকে পড়ায় অত্যন্ত খুশি হয়েছে কোচ কুমার সঙ্গকারা। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার নিজেও ছিলেন কিপার। তাঁর হাত ধরে আর এক কিপারের উত্থান হল ভারতীয় ক্রিকেটে। ছাত্রকে নিয়ে উচ্ছ্বসিত সঙ্গকারা কী বললেন?

সঙ্গকারার কথায়, ‘ও খুব ভালো তরুণ ক্রিকেটার। যেখানে পৌঁছেছে, তার জন্য খুব পরিশ্রম করেছে। চাপ সামলাতে জানে। গত মরসুমে আইপিএলে খুব চাপের সময় একটা কঠিন জায়গায় ব্যাট করতে নামত। অনেক রান করেছে টিমের জন্য। ছোট ফর্ম্যাটের ক্রিকেটে ও নিশ্চিত ভাবেই ম্যাচ উইনার। ক্রিকেটের প্রতি ওর নিষ্ঠা এই জায়গায় পৌঁছে দিয়েছে ধ্রুবকে।’ এতেই শেষ নয়, সঙ্গকারা আরও বলেছেন, ‘ধ্রুব ভারতীয় টেস্ট টিমে সুযোগ পাওয়ায় আমরা খুশি ও গর্বিত। এটা প্রমাণ করে আমরা আইপিএলের টিম হিসেবে আবার নতুন প্লেয়ার তুলে আনলাম। সেই তালিকায় জুড়ে গেল ধ্রুবের নাম।’

২০ লক্ষ টাকা বেস প্রাইসে ২০২২ সালে ধ্রুবকে কিনেছিল রাজস্থান। পরের বছর আইপিএল খেলতে নেমে নিজেকে চিনিয়েছেন। ১৩টা ম্যাচ খেলে ১৫৩ রান করেছেন। গড় ২১.৭১। স্ট্রাইক রেট ১৭২.৭৩। আগামী আইপিএলের জন্য তাঁকে টিমে রেখে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০২২ সালে, উত্তর প্রদেশের হয়ে বিদর্ভের বিরুদ্ধে। ১৫ ম্যাচ খেলে ৭৯০ রান করেছেন। একটা ডাবল সেঞ্চুরি সহ পাঁচটা হাফ সেঞ্চুরি রয়েছে ঝুলিতে। এই ধ্রুব যে অনেক দূর যাবেন, তাতে আর আশ্চর্য কী!