কলকাতা: টিম ইন্ডিয়ার নয়া সেনসশন রিঙ্কু সিং (Rinku Singh)। কেকেআর (KKR) তারকা এখন শুধু আর তাঁর আইপিএলের কারনামার জন্য পরিচিত নন। তাঁর পরিচিতি ডালপালা মেলেছে আন্তর্জাতিক ক্রিকেটেও। বর্তমানে তিনি ভারতীয় দলের সঙ্গে রয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। মোহালির ঠাণ্ডা উপেক্ষা করে স্বভাবচিত ভঙ্গিতে খেলতে দেখা যায় রিঙ্কুকে। ২টি ছক্কা হাঁকিয়ে ৯ বলে ১৬* রান করেন রিঙ্কু। আফগান টিমে রিঙ্কুর এক বন্ধু রয়েছেন। তিনি রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)। মোহালিতে প্রথম টি-২০ ম্যাচে রিঙ্কুকে গুরবাজ অবশ্য আউট করতে পারেননি। কিন্তু বিমানে রিঙ্কুকে কাছে পেয়ে, তার বদলা এক প্রকার নিয়েছেন। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।
আফগানিস্তানের ওপেনার রহমানুল্লা গুরবাজ নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘সরি জানি।’ গুরবাজ সঙ্গে দুটি হাসির ইমোজিও দেন। সেই ভিডিয়োতে দেখা যায় জানালার পাশের সিটে বসে ঘুমোচ্ছেন রিঙ্কু সিং। সেই সময় তাঁর সামনে গিয়ে নাকের কাছে আঙুল দিয়ে রিঙ্কুর ঘুম ভাঙিয়ে দেন গুরবাজ। হকচকিয়ে যাওয়া রিঙ্কু চোখ খুলতেই গুরবাজকে সামনে দেখতে পান। তিনি মুচকি মুচকি হাসতে থাকেন। এরপর দেখা যায় গুরবাজ রিঙ্কুর গালে এবং মাথায় হাত বোলাতে থাকেন।
আইপিএলে আসলে রিঙ্কু সিং ও রহমানুল্লা গুরবাজ কেকেআরে একসঙ্গে খেলেন। ফলে সতীর্থ রিঙ্কুর সঙ্গে খুনসুটি করা একপ্রকার অভ্যেস হয়ে গিয়েছে গুরবাজের। তাই বিমানে রিঙ্কুকে ঘুমোতে দেখে, তাঁর ঘুম ভাঙিয়ে দিয়েছেন গুরবাজ। মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচের শেষে রিঙ্কু সিংয়ের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছিল গুরবাজকে। সেই ছবি কেকেআর সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করে ক্যাপশনে লিখেছিল, ‘দ্য কেকেআর ব্রাদারহুড।’ সঙ্গে ছিল একটি বেগুনি রংয়ের হৃদয়ের ইমোজি।
The KKR brotherhood! 💜 pic.twitter.com/Zyda4vC1Yt
— KolkataKnightRiders (@KKRiders) January 11, 2024
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি-২০ সিরিজ নিয়ে বলতে গেলে, এই সিরিজের প্রথম ম্য়াচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আগামিকাল, রবিবার ইন্দোরে রয়েছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এ বার দেখার তাতে জিতে সমতা ফেরাতে পারে কিনা আফগানরা।