Shane Warne: ওজন কমানোর ডায়েটই মৃত্যুর কারণ শেন ওয়ার্নের?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 07, 2022 | 3:35 PM

মাত্র ৫২ বছর বয়সে শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্য়ুর কারণ কী? কিংবদন্তি লেগস্পিনারের ম্য়ানেজার জেমস এরিকসন যা বলছেন, তা শুনে রীতিমতো চমকে উঠছে ক্রিকেট বিশ্ব।

Shane Warne: ওজন কমানোর ডায়েটই মৃত্যুর কারণ শেন ওয়ার্নের?
Shane Warne: ওজন কমানোর ডায়েটই মৃত্য়ুর কারণ শেন ওয়ার্নের?

Follow Us

সিডনি: মাত্র ৫২ বছর বয়সে শেন ওয়ার্নের (Shane Warne) মৃত্য়ুর কারণ কী? কিংবদন্তি লেগস্পিনারের ম্য়ানেজার জেমস এরিকসন যা বলছেন, তা শুনে রীতিমতো চমকে উঠছে ক্রিকেট বিশ্ব। দু’সপ্তাহের জন্য় তরল ডায়েট নেওয়া শুরু করেছিলেন ওয়ার্ন। যাতে ওজন কমাতে পারেন। তাতেই তাঁর শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। তাইল্য়ান্ডে ছুটি কাটাতে যাওয়ার আগে বুকে ব্য়থা শুরু হয়েছিল তাঁর। শ্বাস কষ্টও হচ্ছিল সামান্য়। কিন্তু ওই শারীরিক সমস্য়াকে গুরুত্ব দেননি তিনি। শেষ পর্যন্ত তাতেই প্রাণ হারাতে হল। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গিয়েছেন গত শতাব্দীর অন্য়তম সেরা ক্রিকেটার। ওয়ার্নের মৃত্য়ুর পর শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট বিশ্ব জুড়ে। মাত্র ৫২ বছর বয়সে তাঁর চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। বিশৃঙ্খল জীবনযাপন করতেন তিনি। কিন্তু কিছু দিন ধরেই বাড়তি ওজন ঝরানোর চেষ্টা করছিলেন। যাতে আগের মতো ফিট হয়ে ওঠেন। আর তা করতে গিয়েই অকালে মৃত্য়ুবরণ করতে হল।

এরিকসনের কথায়, ‘ওয়ার্ন ওই জঘন্য় ডায়েট শুরু করেছিল। ওই ডায়েট মানতে গিয়ে ১৪ দিন ধরে কার্যত তরল খাবারের উপর ছিল। দিনে মাত্র ৩-৪বার খেত। ওই খাবার যে কিছুই ছিল না, এখন বুঝতে পারছি। বানরুটির সঙ্গে বাটার, সামান্য় শাকসবজি, আর সেই সঙ্গে জুস। ও সারা জীবন ধূমপান করেছে, এটা ঠিক। সেই কারণের জন্য়ই কিনা জানি না, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে।’

পঞ্চাশ পার করা ওয়ার্ন হঠাৎ করেই স্বাস্থ্য় সচেতন হয়ে উঠেছিলেন। চেষ্টা করছিলেন নিজের পুরনো চেহারা ফেরানোর। সেই লক্ষ্য নিয়েই ডায়েট প্রোগ্রাম শুরু করেছিলেন। সোশ্য়াল মিডিয়ায় একটা ছবিও পোস্ট করেছিলেন নিজের। তাতে লিখেছিলেন, ‘প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন লক্ষ্য হল, কয়েক বছর আগের মতো আবার নিজেকে ফিরিয়ে আনা। ফিটনেস বাড়াতে গিয়ে যে ডায়েট অনুসরণ করছিলেন, তাতেই তাঁর শরীরের অতিমাত্রায় ক্ষতি হয়েছে। ওয়ার্নের মত্য়ুর কারণ হিসেবে যে তথ্য় তুলে ধরেছে তাইল্য়ান্ড পুলিশ, তাতে অবশ্য় হৃদরোগে আক্রান্ত হওয়ার কথাই বলা হয়েছে। তাঁদের কাছে ওয়ার্নের যে অটোপসি রিপোর্ট পৌঁছেছে, তাতেও অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

সংযমী জীবনযাপন শুরু করেছিলেন ওয়ার্ন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ধূমপান কিংবা মদ্যপান থেকেও দূরে সরে এসেছিলেন। তাইল্য়ান্ডের যে ভিলায় তিনি ছিলেন, সেখানে তাঁর বন্ধুরাও ছিলেন। শুক্রবার রাতে ওয়ার্ন হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে বা পরে নেশার কোনও বস্তু খুঁজে পাওয়া যায়নি। অনেকেই বলতে শুরু করেছেন, শরীর নিতে পারে, এমন ডায়েট না করে বাড়াবাড়ি করে ফেলেছিলেন। আর তাতেই প্রাণ দিতে হল তাঁকে।

Next Article