Ball of The Century?: মডার্ন ডে শতাব্দীর সেরা! ইয়াসির শাহর ডেলিভারিকে কী বলবেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 19, 2022 | 3:50 PM

২০১৫ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন পাকিস্তানের ইয়াসিরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন।

Ball of The Century?: মডার্ন ডে শতাব্দীর সেরা! ইয়াসির শাহর ডেলিভারিকে কী বলবেন?
Image Credit source: ICC

Follow Us

 

গল : শতাব্দীর সেরা ডেলিভারি কি করে ফেলেছেন ইয়াসির শাহ (Yasir Shah)? এখনই হয়তো বলা যাবে না। তবে নিজের মনোনয়ন জমা দিয়ে রাখলেন যেন। গত শতকে সেরা ডেলিভারি ছিল প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নের (Shane Warne)। ১৯৯৩ সালের ৪ জুন মাইক গ্যাটিংকে আউট করেছিলেন শেন। ওভার দ্য উইকেট বোলিং করেন ওয়ার্ন। ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথম বল কিংবদন্তি শেন ওয়ার্নের। বল লেগ স্টাম্পের অনেকটা বাইরে পড়ে ডান হাতি গ্যাটিংয়ের অফ স্টাম্পে হিট করে। গল টেস্টে এমনই একটা ডেলিভারি দেখা গেল পাকিস্তানের ‘মেসি’র হাত থেকে। ব্যাটিংয়ে ডান হাতি কুশল মেন্ডিস (Kushal Mendis)। লেগ স্পিনার ইয়াসির শাহ ওভার দ্য উইকেটই বোলিং করছিলেন। লেগ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি কুশলের অফ স্টাম্পে।

 

গল টেস্টে ইয়াসির শাহর এই ডেলিভারির পরই আলোচনা শুরু হয়েছে, নতুন শতাব্দীতে এটাই কি সেরা? ইয়াসিরের ডেলিভারির পরই ধারাভাষ্যকাররাও তুলনা টানতে শুরু করেন শেন ওয়ার্নের ম্যাজিক ডেলিভারির সঙ্গে। ওয়ার্নের ডেলিভারি যদিও লেগ স্টাম্পের আরও অনেটা বাইরে পড়ে। বড় এবং দ্রুত টার্ন অফ স্টাম্পে লাগে। ইয়াসিরের ডেলিভারি লেগ স্টাম্পের সামান্য বাইরে বলা যায়। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের উপর এই ডেলিভারি নিয়ে মত নিতে শুরু করেছে। শেন ওয়ার্নের শতাব্দীর সেরা ডেলিভারির সঙ্গে তুলনায়, ইয়াসিরের এই ডেলিভারিকে ঠিক কোন জায়গায় রাখা যায়।

 

বছর ৩৬-র ইয়াসির শাহ দীর্ঘ এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন। ৪৬ টেস্টে ২৩৮ উইকেট নিয়েছেন। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন পাকিস্তানের ইয়াসির প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি ইয়াসির শাহর ফ্যান। প্রথম বার ওকে দেখেই ভাল লেগেছিল। সম্ভবত বর্তমানে বিশ্বের সেরা লেগস্পিনার। ওর হাত থেকে বল ছাড়ার দৃশ্যটা দারুণ।’

 

Next Article