IPL Auction 2022: আইপিএল নিলামের ইতিহাসে ১০ দামি ভারতীয় ক্রিকেটার কারা জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 03, 2022 | 10:00 PM

আসন্ন নিলামের আগে জেনে নেওয়া যাক, আইপিএল নিলামের ইতিহাসে ১০ দামি ভারতীয় ক্রিকেটার কারা...

IPL Auction 2022: আইপিএল নিলামের ইতিহাসে ১০ দামি ভারতীয় ক্রিকেটার কারা জানেন?
আইপিএল ট্রফি (ছবি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুইটার)

Follow Us

নয়াদিল্লি: সামনেই আইপিএলের মেগা নিলাম (IPL Auction)। এই নিলামেই কোনও ক্রিকেটার রেকর্ড অর্থে কোনও দলে যোগ দেবেন তো, কোনও ক্রিকেটার থেকে যাবেন অবিক্রিত। অনামী প্লেয়াররা যেমন সুযোগ পাবে, তেমনই থাকবে একাধিক চমক। আইপিএলের নিলাম মানেই উত্তেজক একটা মুহূর্ত। আর মাত্র ৯ দিন পর বেঙ্গালুরুতে বসবে নিলামের আসর। আর সেদিকে চোখ রাখবেন দেশ বিদেশের ক্রিকেটাররা। আসন্ন নিলামের আগে জেনে নেওয়া যাক, আইপিএল নিলামের ইতিহাসে ১০ দামি ভারতীয় ক্রিকেটার কারা…

১. যুবরাজ সিং

(১৬ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস, আইপিএল ২০১৫ নিলাম)

দিল্লি ডেয়ারডেভিলস ২০১৫ সালে যুবরাজ সিংকে ১৬ কোটি টাকায় কেনে। এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি অর্থে বিক্রি হওয়া ক্রিকেটার কিন্তু ছিলেন যুবরাজই। তাঁকে ২০১৪ সালে আরসিবি রেকর্ড অর্থে কিনেছিল। কিন্তু পরের বছর আরও চমক নিয়ে নিলাম থেকে যুবিকে তুলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।

২. যুবরাজ সিং

(১৪ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএল ২০১৪ নিলাম)

২০১৪ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পাল্লা দিয়ে বিড করে শেষ অবধি ১৪ কোটি টাকায় যুবরাজকে কিনে নিয়েছিল আরসিবি। সেই মরসুমে রেকর্ড অর্থে আরসিবিতে যোগ দেওয়ার মান রেখেছিলেন যুবি। ব্যাঙ্গালোরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি।

৩. দীনেশ কার্তিক

(১২.৫ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস, আইপিএল ২০১৪ নিলাম)

২০১৩ সালে মুম্বইয়ের হয়ে ভালো পারফরম্যান্স করার পরও রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে, দীনেশ কার্তিককে ধরে রাখেনি মুম্বই। দিল্লি ২০১৪ সালের নিলামে ১২.৫ কোটি টাকা দিয়ে দলে নেয় ডিকেকে। যে দল থেকে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন কার্তিক, সেই দলে ফিরে আসেন তিনি।

৪. জয়দেব উনাদকট

(১১.৫ কোটি, রাজস্থান রয়্যালস, আইপিএল ২০১৮ নিলাম)

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ভালো পারফর্ম করার সুবাদে, ২০১৮ সালের নিলামে রেকর্ড অর্থে রাজস্থান রয়্যালস কেনে জয়দেব উনাদকটকে। ওই নিলামে নিজের বেস প্রাইসের সাতগুন বেশি পেয়েছিলেন জয়দেব।

৫. গৌতম গম্ভীর

(১১.০৪ কোটি, কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ২০১১ নিলাম)

২০১১-র আইপিএল নিলামে সব থেকে বেশি দামে গৌতম গম্ভীরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বেস প্রাইসের থেকে ১২ গুন বেশি দাম দিয়ে গৌতিকে কিনেছিল কেকেআর। তাঁর অধীনেই দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা।

৬. কেএল রাহুল

(১১ কোটি, কিংস ইলেভেন পঞ্জাব, আইপিএল ২০১৮ নিলাম)

২০১৮ সালের নিলামে লোকেশ রাহুলকে কেনার জন্য তৈরি ছিল মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পঞ্জাব। এই চার দলের মধ্যে রাহুলকে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ১১ কোটি টাকায় কিংস ইলেভেন পঞ্জাব কেনে রাহুলকে। ওই মরসুমে পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হন তিনি।

৭. মনীশ পান্ডে

(১১ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ, আইপিএল ২০১৮ নিলাম)

কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৭-র মরসুমে বেশ ভালোই কাটিয়েছিলেন মনীশ পান্ডে। কিন্তু কেকেআর তাঁকে পরের নিলামের আগে রিটেই করেনি। ২০১৮ সালে ১১ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে কেনে।

৮. দীনেশ কার্তিক

(১০.৫ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএল নিলাম ২০১৫)

দীনেশ কার্তিক ওই নিলামে মার্কি প্লেয়ার ছিলেন। আরসিবি ১০.৫ কোটি টাকায় দলে নিয়েছিল ডিকেকে। ওই সময় ব্যাঙ্গালোরের একজন উইকেটকিপার-ব্যাটারের প্রয়োজন ছিল। তাই দীনেশ কার্তিককে রেকর্ড অর্থে কিনেছিল আরসিবি।

৯. রবীন্দ্র জাডেজা

(প্রায় ৯.৮ কোটি, চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০১২ নিলাম)

২০১০ সালে রাজস্থান রয়্যালস থেকে ছাড়া পাওয়ার আগেই অন্য দলের সঙ্গে যোগাযোগ করার জন্য এক বছর আইপিএল থেকে নির্বাসিত হয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তার পর নিলামের আসরে ফিরে ২০১২ সালে প্রায় ৯.৮ কোটি টাকায় জাডেজাকে কেনে চেন্নাই সুপার কিংস।

১০. রবিন উথাপ্পা

(প্রায় ৯.৫ কোটি, পুনে ওয়ারিয়র্স, আইপিএল ২০১১ নিলাম)

২০১১ সালের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে পুনে ওয়ারিয়র্স কিনেছিল রবীন উথাপ্পাকে। ২০১০ সালে আরসিবির হয়ে ভালো খেলার সুবাদে রেকর্ড অর্থে তাঁকে কিনেছিল পুনে।

Next Article