ICC T20 Rankings: ফিনিশার কার্তিকের বড় ‘লাফ’, আইসিসি ব়্যাঙ্কিংয়ে উঠলেন ১০৮ ধাপ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 22, 2022 | 6:57 PM

আইসিসি ক্রমতালিকায় বড়সড় উন্নতি হল উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিকের। টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে ১০৮ ধাপ উপরে এলেন তিনি। একইসঙ্গে প্রথম দশে ঢুকে পড়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার ইশান কিষাণ।

ICC T20 Rankings: ফিনিশার কার্তিকের বড় লাফ, আইসিসি ব়্যাঙ্কিংয়ে উঠলেন ১০৮ ধাপ
দীনেশ কার্তিক
Image Credit source: Twitter

Follow Us

দুবাই: আইপিএলের পর জাতীয় দলের হয়ে পারফরম্যান্সের পুরস্কার পেলেন দীনেশ কার্তিক। আইসিসি ক্রমতালিকায় বড়সড় উন্নতি হয়েছে তাঁর। ১০৮ ধাপ উপরে উঠে এসে ব়্যাঙ্কিংয়ে ৮৭ নম্বর স্থানে জায়গা হয়েছে কার্তিকের। কার্তিকের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে দারুণ পারফরম্যান্স করেছেন ইশান কিষানের। ব্যাটারদের তালিকায় প্রথম দশের মধ্যে ঢুকে পড়েছেন পটনার বাঁ হাতি ব্যাটসম্যান। দুটি অর্ধশতরান-সহ ২০৬ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। গড় ৪১। এই পারফরম্যান্সে ছয় ধাপ উপরে উঠে এসে প্রথম দশে ঢুকে পড়েছেন। প্রথম দশে এই মুহূর্তে তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার।

ব্যাটারদের তালিকায় প্রথম স্থানের নড়চড় হয়নি। শীর্ষস্থানে কায়েম রয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম। বোলারদের ব়়্যাঙ্কিংয়ে যুজবেন্দ্র চাহালেরও উন্নতি হয়েছে। তিনধাপ উপরে উঠে এসে ২৩তম স্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ উইকেট তুলে নেন তিনি। বোলারদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন জস হ্যাজেলউড। যুগ্মভাবে তৃতীয় স্থানে আফগান স্পিনার রশিদ খান। ষষ্ঠ স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার ওয়ানেন্দু হাসারাঙ্গা।

অলরাউন্ডারদেরল তালিকায় শীর্ষস্থানে জায়গা ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৩৮৫। বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব আল হাসান দুই ধাপ উন্নতি হয়েছে। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৩৪৬। তবে জাদেজা পর্যন্ত পৌঁছতে হলে এখনও অনেক সময় লাগবে শাকিবের। টেস্ট ব্যাটারদের তালিকায় দশম স্থানে রয়েছেন বিরাট কোহলি (৭৪২)। বোলারদের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরা।

Next Article