মুম্বই: দিল্লিতে বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে ধারাভষ্যকারের ভূমিকায় ছিলেন দীনেশ কার্তিক। ৩৭ বছরের উইকেটকিপার ব্যাটারের কাজ শেষ হয়ে গিয়েছে আড়াই দিন আগেই। পাঁচদিনের টেস্টে অস্ট্রেলিয়াকে আড়াই দিনেই হারিয়ে দিল্লি টেস্ট পকেটে পুরে নেয় ভারত। হঠাৎ করে কয়েকটা দিন সময় পেলেও ছুটি কাটাতে ছুটলেন না কার্তিক (Dinesh Karthik)। বরং ব্যাট-প্যাড নিয়ে নেমে পড়লেন মাঠে। আপাতত কমেন্ট্রি করলেও ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2023)। তাই বাইশ গজে নেমে নিজেকে ঝালিয়ে নেওয়ার প্রয়োজন ছিল। যেমন ভাবা তেমনি কাজ। স্থানীয় একটি টি-২০ টুর্নামেন্টে নেমে ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেছেন ডিকে। আইপিএলের আগে কার্তিকের ব্যাটে ঝড় দেখে মুগ্ধ অনুরাগীরা। কোথায় এবং কোন টুর্নামেন্টে খেললেন দীনেশ কার্তিক, জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ভারতীয় দলের জার্সি গায়ে এখন কমই দেখা যায় দীনেশ কার্তিককে। গতবছরের টি-২০ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন। আপাতত মাঠের বাইরে ধারাভাষ্যকারে নিজের কেরিয়ার উজ্জ্বল দেখছেন তিনি। সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ভারতীয় দলের বিভিন্ন টুর্নামেন্টে কমেন্ট্রি বক্স আলো করে বসেন। এরই ফাঁকে সময় করে আইপিএলের জন্য প্রস্তুতিও নিয়ে নিলেন। ৩৭ বছরের ২০২৩ আইপিএলে মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নিলেন। মুম্বইয়ে চলছে ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্ট। গ্রুপ বি-র হয়ে আরবিআই টিমের বিরুদ্ধে মাঠে নেমে পড়েন। ৩৮ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন ডিকে। কার্তিকের টিম ৬৬ রানে তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা জাতীয় দলের কিপার ব্যাটারকে দেখা গেল বিধ্বংসী মেজাজে। একের পর এক বড় শট। ১৯৭.৩৭ স্ট্রাইক রেটে ৩৮ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। পাঁচটি চার ও ছয়টি ছয় রয়েছে এই ইনিংসে। তাঁর ব্যাটে ২০ ওভারে ওঠে ১৮৬ রান।
আইপিএলের ১৬তম সিজনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন কার্তিক। টুর্নামেন্ট শুরু হচ্ছে ৩১ মার্চ। তার আগে মাঠে নামার উপায় নেই। আপাতত ধারাভাষ্যের কাজ সামলে জোরদারভাবে আইপিএলের প্রস্তুতি শুরু করবেন।