Adam Gilchrist: আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে প্রমাদ গুণছেন গিলক্রিস্ট! কিন্তু কেন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 27, 2022 | 7:49 PM

আরব আমিরশাহির টি ২০ লিগে দল কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা।

Adam Gilchrist: আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে প্রমাদ গুণছেন গিলক্রিস্ট! কিন্তু কেন...
Image Credit source: TWITTER

Follow Us

 

মেলবোর্ন : কিংবদন্তি উইকেট রক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) প্রমাদ গুণছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে। তাঁর এই ভাবনার কারণ, একাধিপত্য! অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলে এমনটাই জানিয়েছেন গিলক্রিস্ট। তিনি নিজেও দীর্ঘ সময় আইপিএলে (IPL) খেলেছেন। তবে বর্তমানে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা যেভাবে বিশ্বের অন্যান্য লিগেও দল কিনছে তাতেই চিন্তিত গিলি। আরব আমিরশাহি এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজি টি ২০ লিগ শুরু করছে। দুটি টুর্নামেন্টেই দল কিনেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও মালিকানা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। অস্ট্রেলিয়া সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এ মরসুমে নিজের দেশের বিগ ব্যাশ লিগে নাও খেলতে পারেন ডেভিড ওয়ার্নার (David Warner)। বিধ্বংসী এই ওপেনার সই করেছেন আরব আমিরশাহির টি ২০ লিগে।

আরব আমিরশাহির টি ২০ লিগে দল কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা। অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, ‘কেউই হয়তো ডেভিড ওয়ার্নারকে খেলার জন্য জোর করতে পারবে না। তবে চাইবে ওয়ার্নার খেলুক। শুধু ওয়ার্নারই কেন, আরও অনেক ক্রিকেটারের ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য। তাদের নজরে নিঃসন্দেহে অনেকেই রয়েছে। সবটাই হচ্ছে, বিশ্ব ক্রিকেটে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির দাপট দেখাতে শুরু করেছে। তারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও একাধিক দল কিনেছে। বিষয়টি কিছুটা হলেও বিপজ্জনক হয়ে উঠছে। মালিকানা নিয়ে একাধিপত্য তৈরি করতে চাইছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। বিষয়টি কিছুটা হলেও বিপজ্জনক হয়ে উঠছে। দলের মালিকানার পাশাপাশি যেন প্লেয়ারদের উপরও কর্তৃত্ব তৈরি হচ্ছে। অনেক প্রতিভাবান নতুন ক্রিকেটারই হয়তো সব জায়গায় খেলার সুযোগ পাবে না।’

অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টি টেস্ট, ২৮৭ এবং ১৩ টি টি ২০ ম্যাচ খেলেছেন গিলক্রিস্ট। আইপিএলে ডেকান চার্জার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের (এখন পাঞ্জাব কিংস) হয়ে খেলেছেন গিলক্রিস্ট। তাঁর নেতৃত্বেই ২০০৯ সালে আইপিএল খেতাব জিতেছিল ডেকান চার্জার্স। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার আরও বলছেন, ‘ওয়ার্নার যদি অসি বোর্ডকে বলে-আমি দুঃখিত, আমাকে ভারতীয় ফ্র্যাঞ্চাইজির হয়ে অন্য লিগে খেলতে হবে। ওকে কিছুই বলার থাকবে না। ওর প্রতিভা এবং দক্ষতা রয়েছে, বিভিন্ন লিগেই সুযোগ পাওয়ার। তবে নতুন ক্রিকেটারদের ক্ষেত্রেও যদি এমন হয়, বিষয়টা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।’

 

Next Article