India vs West Indies 2023: তিন নম্বরে শুভমন কেমন? ব্যাটিং পজিশন নিয়ে কোচ বললেন…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 17, 2023 | 1:45 AM

IND vs WI 2023 Test: ডমিনিকা টেস্টে সেঞ্চুরি করেন অভিষেক টেস্টে নামা তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তেমনই তাঁর সিনিয়র পার্টনার অধিনায়ক রোহিত শর্মার ব্যাটেও শতরানের ইনিংস।

India vs West Indies 2023: তিন নম্বরে শুভমন কেমন? ব্যাটিং পজিশন নিয়ে কোচ বললেন...
Image Credit source: twitter

Follow Us

ওপেনিংয়ে বেশ কিছুটা সাফল্য আসছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন ব্যাটিং পজিশনে শুভমন গিল। ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, তাঁর সঙ্গে ওপেন করবেন যশস্বী এবং শুভমন তিনে খেলবেন। কোচ রাহুল দ্রাবিড়কে দলের তরুণ ক্রিকেটার শুভমন এই পজিশনে খেলানোর অনুরোধ করেছিলেন, খোলসা করেন রোহিত। নতুন পজিশনে প্রথম ম্যাচে অবশ্য নজর কাড়তে পারেননি শুভমন গিল। যদিও একটা ইনিংস দিয়ে বিচার করতে রাজি নন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ডমিনিকা টেস্টের আগে রোহিত শর্মা আরও জানিয়েছিলেন, কেরিয়ারের বেশির ভাগ সময় তিনে ব্যাট করায়, এটিই তাঁর সেরা পজিশন উল্লেখ করেছিলেন শুভমন গিল। চেতেশ্বর পূজারা না থাকায় ভারতের ব্যাটিং লাইন আপে পরিবর্তন হবে, এমনটাই প্রত্যাশা ছিল। রোহিতের ওপেনিং সঙ্গী হন যশস্বী। তিনে পূজারার জায়গায় শুভমন। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল জয় ভারতের। যদিও তিনে নেমে শুভমনের অবদান মাত্র ৬ রান।

ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলেন, ‘তিনজন ওপেনার খেলার কথা ছিল। সুতরাং, কোনও একজনকে তিনে নামতেই হত। প্রস্তাবটা আসে শুভমনের তরফেই। পঞ্জাব এবং ভারত এ দলের হয়ে বেশির ভাগ ম্যাচেই তিন-চারে ব্যাট করেছে শুভমন। দীর্ঘ ফরম্যাটে এই পজিশনেই স্বচ্ছন্দ ও। এক ম্যাচের পারফরম্যান্স দিয়ে ওকে বিচার করা ঠিক হবে না। টেস্ট ক্রিকেটে দীর্ঘ ইনিংস খেলার মতো টেকনিক এবং ধৈর্য রয়েছে ওর। প্রয়োজনে আক্রমণাত্মক ব্যাটিংও করতে পারে। তিন নম্বরে এমন একজনকেই প্রয়োজন।’

ডমিনিকা টেস্টে সেঞ্চুরি করেন অভিষেক টেস্টে নামা তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তেমনই তাঁর সিনিয়র পার্টনার অধিনায়ক রোহিত শর্মার ব্যাটেও শতরানের ইনিংস। চারে নামা বিরাট কোহলিও সেঞ্চুরির দিকে এগচ্ছিলেন। যদিও তিন অঙ্কের ঘরে পৌঁছনো হয়নি বিরাটের।

Next Article