Big Bash League: বিগ ব্যাশে নাটক, নন স্ট্রাইকার প্রান্তে রান আউট দিলেন না আম্পায়ার!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 03, 2023 | 6:13 PM

NON-STRIKER'S RUN OUT : মেলবোর্ন স্টার্স অধিনায়ক লেগ স্পিনার অ্য়াডাম জাম্পা নন স্ট্রাইকার প্রান্তে রান আউট করেন টম রজার্সকে। তিনি ক্রিজ ছেড়ে ডাগ আউটের দিকে রওনা দেন। যদিও তাঁকে আটকান মাঠের আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলা হয়।

Big Bash League: বিগ ব্যাশে নাটক, নন স্ট্রাইকার প্রান্তে রান আউট দিলেন না আম্পায়ার!
Image Credit source: Screengrab

Follow Us

মেলবোর্ন : একটা সময় মানকাডিং নিয়ে প্রচুর বিতর্ক দেখা যেত। আইসিসি-র নিয়মে এই আউটের কথা থাকলেও, প্রশ্ন উঠত স্পোর্টসম্য়ান স্পিরিট নিয়ে। লাগাতার বিতর্কের জেরে নিয়মে পরিবর্তন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। মানকাডিংকে সরাসরি রান আউটের আওতায় আনা হয়। নন স্ট্রাইকার প্রান্তের ব্যাটার বল ডেলিভারির আগে বেরিয়ে এলে, বোলার তাঁকে আউট করতে পারবেন। সেটি আর মানকাডিং হিসেবে পরিচিত হবে না। সেটাকে রানআউট বলা হবে। অস্ট্রেলিয়ার বিগ ব্য়াশ টি-টোয়েন্টি লিগে এমনই আউট করলেন মেলবোর্ন স্টার্স অধিনায়ক অ্য়াডাম জাম্পা। কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দিলেন না! কারণও রয়েছে। বিস্তারিত TV9Bangla-য়।

বিগ ব্য়াশে সদ্য বাউন্ডারি লাইনে ক্য়াচ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। মাইকেল নেসার বাউন্ডারি লাইনে ক্য়াচ নিয়ে শূন্য়ে ছুড়ে দেন। বাউন্ডারি পেরিয়ে অনেকটা বাইরে সেই বল ধরেন, যদিও পা মাটিতে ছিল না। সেই অবস্থাতেই বল ফের শূন্যে ছোড়েন। এর পর বাউন্ডারির ভেতরে ঢুকে ক্য়াচ নেন। সেটি অবশ্য় আউট দেওয়া হয়। নানা জনের নানা মতও শোনা যায়। এ বার নতুন ঘটনা মেলবোর্ন ডার্বিতে। মেলবোর্ন স্টার্স বনাম মেলবোর্ন রেনেগাডস ম্যাচে দেখা গেল এমন ঘটনা। ব্য়াটার ক্রিজ ছেড়ে গেলেও, আউট দেওয়া হল না।

মেলবোর্ন স্টার্স অধিনায়ক লেগ স্পিনার অ্য়াডাম জাম্পা নন স্ট্রাইকার প্রান্তে রান আউট করেন টম রজার্সকে। তিনি ক্রিজ ছেড়ে ডাগ আউটের দিকে রওনা দেন। যদিও তাঁকে আটকান মাঠের আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলা হয়। তৃতীয় আম্পায়ার তাঁকে নটআউট ঘোষণা করেন। যা অবাক করে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে যে ভিডিয়ো শেয়ার করা হয়েছে, তাতে পরিষ্কার, অ্যাডাম জাম্পা নন স্ট্রাইকার প্রান্তে বেল ওড়ানোর সময় নিজের বোলিং ফলো থ্রু সম্পূর্ণ করেছিলেন। জাম্পার বোলিং অ্যাকশন পূর্ণ না হলে সেক্ষেত্রে তাঁকে আউট দেওয়া হত। ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটে লিখেছে- রজার্সকে থার্ড আম্পায়ার নটআউট দিয়েছে কারণ, জাম্পা বোলিং ফলো থ্রু সম্পূর্ণ করেছে।

Next Article