Duleep Trophy: অভিমন্যুর টানা সেঞ্চুরি, অল্পের জন্য মিস অভিষেকের; দলীপে ‘বাংলা’ দাপট

Sep 20, 2024 | 7:01 PM

Duleep Trophy 2024: দলীপে যাঁরা ভালো পারফর্ম করবেন, তাঁদের কাছে টেস্ট স্কোয়াডে সুযোগের সম্ভাবনা খোলা থাকবে। অতীতেও টেস্ট দলে ডাক পেয়েছিলেন বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। যদিও অভিষেক হয়নি। তবে ধারাবাহিক পারফরম্যান্সে কড়া নাড়ছেন অভিমন্যু।

Duleep Trophy: অভিমন্যুর টানা সেঞ্চুরি, অল্পের জন্য মিস অভিষেকের; দলীপে বাংলা দাপট
Image Credit source: X, BCCI Domestic

Follow Us

দলীপ ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে বাংলা-দাপট! টানা দ্বিতীয় সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরণের। যদিও অল্পের জন্য সেঞ্চুরি মিস বাংলার তরুণ কিপার ব্যাটার অভিষেক পোড়েলের। চেন্নাইতে চলছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। টানা ১০টি টেস্ট রয়েছে ভারতের। স্বাভাবিক ভাবেই সিনিয়র প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়া হবে। দলীপে যাঁরা ভালো পারফর্ম করবেন, তাঁদের কাছে টেস্ট স্কোয়াডে সুযোগের সম্ভাবনা খোলা থাকবে। অতীতেও টেস্ট দলে ডাক পেয়েছিলেন বাংলার ওপেনার অভিমন্যউ ঈশ্বরণ। যদিও অভিষেক হয়নি। তবে ধারাবাহিক পারফরম্যান্সে কড়া নাড়ছেন অভিমন্যু।

ভারত বি-দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ। দলীপের গত ম্যাচে ব্য়াট ক্যারি করেছিলেন। শেষ অবধি ১৫৭ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের শুরু থেকে শেষ অবধি ক্রিজে থাকা, দলীপে দীর্ঘদিন পর এই কীর্তি দেখা গিয়েছিল। তৃতীয় রাউন্ডের ম্যাচেও নজর কাড়লেন। ভারত ডি দলের বিরুদ্ধে সেঞ্চুরির পরও অপরাজিত রয়েছেন অভিমন্যু। প্রথম ইনিংসে ৩৪৯ রান করেছে ভারত ডি-দল। জবাবে ৬ উইকেটে ২১০ রান তুলেছে ভারত-বি দল। এর মধ্যে অভিমন্যু একাই ১১৬।

এই খবরটিও পড়ুন

অন্য দিকে, ভারত এ বনাম ভারত সি দলের ম্যাচে দাপুটে ব্যাটিং অভিষেক পোড়েলের। ভারত এ প্রথমে ব্যাট করে ২৯৭ রান তুলেছিল। জবাবে ৭ উইকেটে ২১৬ রান তুলেছে ভারত সি-দল। সর্বাধিক স্কোর অভিষেক পোড়েলেরই। ১১৩ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন অভিষেক। ৯টি বাউন্ডারি মেরেছেন অভিষেক।

Next Article