বাংলা দলে একসঙ্গে খেলেন। হতে পারে বাংলাদেশ সিরিজে জাতীয় দলের হয়ে বাংলার পেস জুটিকে একসঙ্গে দেখা যাবে! দলীপ ট্রফিতে অবশ্য প্রতিপক্ষ। ভারত এ দলের হয়ে খেলছেন আকাশ দীপ, বি টিমে রয়েছেন মুকেশ কুমার। সতীর্থদের মধ্যে মজার মুহূর্ত তৈরি হবে এমনটাই স্বাভাবিক। বেঙ্গালুরুতে এমনই মজার মুহূর্ত তৈরি হল। বল হাতে দু-ইনিংসেই নজর কেড়েছেন আকাশ দীপ। প্রথম শ্রেনির ক্রিকেটে তাঁর তুলনায় সিনিয়র মুকেশ কুমার। প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন। তবে মজা হল মুকেশ ব্যাট হাতে নামতেই।
অনেক বোলারেরই ব্যাটের হাত ভালো। মুকেশ কুমারকে সেই তালিকায় এখনই রাখা না গেলেও আকাশ দীপকে রাখা যায়। বল হাতে দু-জনের দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। প্রথম ইনিংসে অনবদ্য বোলিং করেছেন আকাশ দীপ। বিশেষ করে বলতে হয়, পুরনো বলে তাঁর পারফরম্যান্স। প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ছিলেন মুকেশ কুমার। যদিও একটি মাত্র ডেলিভারি সামলেছিলেন। উল্টোদিক থেকে অলআউট হওয়ায় অপরাজিত থাকেন।
ভারত এ-দলে থাকা আকাশ দীপ প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়েও ভরসা দিচ্ছিলেন। কিন্তু বাংলা দলে তাঁর সতীর্থ মুকেশ কুমারই তাঁকে আউট করেন। শুধু তাই নয়, মুকেশের একটি ডেলিভারি আকাশ দীপের বুকে লাগে। ১১ রান করেছিলেন আকাশ দীপ। লোয়ার অর্ডারের এই ছোট ইনিংসগুলোই অনেক সময় পার্থক্য গড়ে দেয়। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং আকাশ দীপের। নভদীপ সাইনির উইকেট নিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন। এরপরই ক্রিজে প্রবেশ মুকেশ কুমারের।
মুকেশ আউট করেছিলেন আকাশ দীপকে। তিনি ক্রিজে নামতেই স্টাম্প মাইকে বেশ কিছু আওয়াজ ধরা পড়ে। আকাশ দীপই শুধু নন, ক্লোজ ইন ফিল্ডিংয়ে থাকা সতীর্থরাও বলতে থাকেন, এ বার বদলা হবে। মুকেশ কুমার হাসতে থাকেন। ওভারে একটি ডেলিভারিই বাকি ছিল। সেটি কাটিয়ে দেন মুকেশ। পরের ওভারে উল্টোদিক থেকে যশ দয়াল আউট হতেই ইনিংস শেষ। ফলে দ্বিতীয় ইনিংসেও অপরাজিত মুকেশ কুমার। আকাশ দীপ আর বদলার সুযোগ পাননি!
Real captain of India B : Rishabh Pant. pic.twitter.com/hIc6XkCnfZ
— PantMP4. (@indianspirit070) September 7, 2024