Duleep Trophy Final: যশস্বীর অপরাজিত দ্বিশতরানে ম্যাচে ফিরল ওয়েস্ট জোন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 23, 2022 | 9:37 PM

Yashasvi Jaiswal: বাঁ হাতি স্পিনার সাই কিশোর বনাম বাঁ হাতি ব্যাটার যশস্বী জয়সোয়াল। রোমাঞ্চকর দ্বৈরথ দেখা গেল। দুজনেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। যশস্বী প্রথম ইনিংসে রান পাননি। সাই কিশোর প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন।

Duleep Trophy Final: যশস্বীর অপরাজিত দ্বিশতরানে ম্যাচে ফিরল ওয়েস্ট জোন
Image Credit source: TWITTER

Follow Us

কোয়েম্বাটুর: জমে উঠল দলীপ ট্রফির ফাইনাল। ম্যাচের প্রথম দু’দিন কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় ছিল সাউথ জোন। তৃতীয় দিন ম্যাচের রঙ বদলে দিলেন ওয়েস্ট জোনের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। প্রায় আড়াই সেশন ধরে ব্যাট করলেন। দিনের শেষে দ্বিশতরান করে আপরাজিত থাকলেন যশস্বী। ৩১৯ রানের বিশাল লিড নিল ওয়েস্ট জোন। প্রথম ইনিংসে ৫৭ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছিল সাউথ জোন। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট জোনের স্কোর ৩৭৬-৩। যশস্বী জয়সোয়াল ২৪৪ বলে ২০৯ রানে অপরাজিত। ২৩টি বাউন্ডারি এবং ৩টি ছয় মেরেছেন তিনি। চতুর্থ দিন মধ্যাহ্নভোজ অবধি ব্যাট করে ইনিংস ঘোষণা করে জয়ের সুযোগ নিতে পারে ওয়েস্ট জোন।

প্রথম ইনিংসে লিড নিয়েও ব্যাকফুটে সাউথ জোন। তাদের কাছে হার বাঁচানো কার্যত অসম্ভব। বৃষ্টি হলে আলাদা ব্যাপার। পুরো খেলা হলে অন্তত দেড়দিন মাটি কামড়ে পড়ে থাকতে হবে সাউথ জোন ব্যাটারদের। ওয়েস্ট জোনের হয়ে গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন যশস্বী। তৃতীয় উইকেটে তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারের সঙ্গে ১৬৯ রান যোগ করেন। চতুর্থ উইকেটে সরফরাজের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি। ব্যক্তিগত ৩০ রানে ক্রিজে রয়েছেন সরফরাজ খান।

বাঁ হাতি স্পিনার সাই কিশোর বনাম বাঁ হাতি ব্যাটার যশস্বী জয়সোয়াল। রোমাঞ্চকর দ্বৈরথ দেখা গেল। দুজনেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফর্ম করছেন। যশস্বী প্রথম ইনিংসে রান পাননি। সাই কিশোর প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ৩১৮-৭ স্কোর থেকে তৃতীয় দিন মাত্র ৩২৭ রানেই অলআউট সাউথ জোন। সাউথ জোনের দুই পেসার ৯ ওভারে ৬৭ রান দেন। স্টিফেন ৬ ওভারে দেন ২৭ রান। প্রিয়াঙ্ক পাঞ্চালের সঙ্গে ওপেনিং জুটিতেই ১১০ রান যোগ করেন যশস্বী। সাই কিশোর ২ উইকেট নিলেও ২৭ ওভারে ১০০ রান দিয়েছেন।

Next Article