ICC Rankings: ‘পাক বধ’ করে টি-২০ ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ হার্দিক পান্ডিয়ার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 31, 2022 | 3:05 PM

উপমহাদেশীয় লড়াই চলাকালীন, আইসিসির পক্ষ থেকে টি-টোয়েন্টি ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। যে ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন 'পাক বধ' এর নায়ক ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pndya)।

ICC Rankings: পাক বধ করে টি-২০ ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ হার্দিক পান্ডিয়ার
'পাক বধ' করে টি-২০ ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ হার্দিক পান্ডিয়ার
Image Credit source: BCCI Twitter

Follow Us

দুবাই: চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ভারত (India)। উপমহাদেশীয় লড়াই চলাকালীন, আইসিসির পক্ষ থেকে টি-টোয়েন্টি ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। যে ব়্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন ‘পাক বধ’ এর নায়ক ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pndya)। বাবর আজমদের হারিয়ে আইসিসি প্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিংয়ের (ICC T20 Rankings) অল-রাউন্ডারদের তালিকায় আট ধাপ এগিয়ে গিয়ে পাঁচ নম্বরে উঠে গিয়েছেন হার্দিক। আজ, বুধবার হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে নামবে মেন ইন ব্লু।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার ঝুলিতে ভরেছিলেন হার্দিক পান্ডিয়া। এ বার সেই ম্যাচের পারফরম্যান্সে ভর করেই আইসিসি অল-রাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন তিনি। এটি হার্দিকের কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং। বাবরদের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন হার্দিক। এরপর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যান তিনি। ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে যান হার্দিক। আইসিসি টি-২০ ক্রমতালিকায় ৫ নম্বরে ওঠা হার্দিকের অর্জিত রেটিং পয়েন্ট ১৬৭।

উল্লেখ্য, আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগান অধিনায়ক মহম্মদ নবি। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ২৫৭। এই তালিকায় ২৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিন ও চার নম্বরে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের মইন আলি (২২১) ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (১৮৩)।

Next Article