Dwayne Bravo: বোলার ব্র্যাভোর অনন্য কীর্তি, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই নজির

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 12, 2022 | 5:02 PM

ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোর অনন্য কীর্তি। প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফরম্যাটে ৬০০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

Dwayne Bravo: বোলার ব্র্যাভোর অনন্য কীর্তি, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই নজির
ডোয়েন ব্র্যাভোর ইতিহাস
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: ইতিহাস গড়ে ফেললেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। টি-২০ ফরম্যাটে ৬০০ উইকেট নেওয়া প্রথম ক্রিকেটার এখন তিনি। বর্তমানে দ্য হান্ড্রেড (The Hundred) মেনস টুর্নামেন্ট নর্দান সুপারচার্জাসের হয়ে খেলছেন ব্র্যাভো। সেখানেই এই অনন্য কীর্তি গড়লেন তিনি। বৃহস্পতিবার ওভাল ইনভিন্সিবলের বিরুদ্ধে ম্যাচে নামার আগে ৫৪৫টি টি-২০ ম্যাচে টি-২০ ক্রিকেটে (T20) তাঁর উইকেট সংখ্যা ছিল ৫৯৮। ম্যাচে ২৯ রান দিয়ে দুটো উইকেট নেন। তাতেই মাইলস্টোনে পৌঁছে গেলেন।

ব্র্যাভোর ৫৯৯তম শিকার ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিলে রোসোউ। এরপর স্যাম কারানকে বোল্ড আউট করে ৬০০-র নজিরে পৌঁছে যান। ব্র্যাভো আন্তর্জাতিক কেরিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯১টি ম্যাচে ৭৮টি উইকেট নেন। আইপিএলে ১৬১টি ম্যাচ খেলে ১৮৩টি উইকেট নেওয়ার নজির রয়েছে। যার মধ্যে ১৫৪টি ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বাকি অন্যান্য টি-২০ ম্যাচে ২৬১টি উইকেট নিয়েছেন। আইপিএলে দু’বারের বেগুনি টুপি জয়ী একসময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের সর্বাধিক উইকেট সংগ্রহকারী ক্রিকেটার ছিলেন।

৩৩৯টি ম্যাচে ৪৬৬টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিন অলরাউন্ডার রশিদ খান। তৃতীয় স্থানে স্বদেশী ক্রিকেটার সুনীল নারিন। তাঁর ঝুলিতে ৪৬০টি উইকেট। ২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ দলের সদস্য ব্র্যাভো সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীর আইএলটি লিগে খেলার ইচ্ছেপ্রকাশ করেছেন। যাতে টি-২০ ফরম্যাটে নামের পিছনে আরও কয়েকটা জুড়তে পারেন।

Next Article