Sourav Ganguly: সৌরভই কি গৌরব? ইস্টবেঙ্গল কর্তাদের সৌজন্য সাক্ষাতে জল্পনা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 18, 2023 | 12:15 AM

East Bengal Club: সৌরভ দেশেরও গৌরব। সিএবি-তে সৌরভের আসা এবং তাঁর সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের সাক্ষাতের পর জল্পনা, তাহলে কি এ বার ইস্টবেঙ্গল দিবসে ভারত গৌরব দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে?

Sourav Ganguly: সৌরভই কি গৌরব? ইস্টবেঙ্গল কর্তাদের সৌজন্য সাক্ষাতে জল্পনা
Image Credit source: ISL

Follow Us

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফুটবলের সম্পর্ক আত্মিক। তেমনই কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবের সঙ্গেও। ভারতীয় ফুটবলের সঙ্গে সরাসরি যুক্ত থেকেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ময়দানের সঙ্গে সৌরভ ওতপ্রোতভাবে জড়িয়ে। এ বার জল্পনা, ইস্টবেঙ্গলের তরফে তাঁকে বিশেষ সম্মান দেওয়া হবে কীনা। কেন এমন জল্পনা! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম ক্লাব এটিকের সঙ্গে ছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসন থেকে সৌরভ সরে দাঁড়ানোর পর জল্পনা তৈরি হয়েছিল, আবারও মোহনবাগান সুপার জায়ান্টের বোর্ড অব ডিরেক্টরে আসতে পারেন সৌরভ। এমনকি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত নিজেও বলেছিলেন, সৌরভের সঙ্গে কথা বলবেন। প্রবল একটা সম্ভাবনা ছিলই। ক্রিকেটার সৌরভের ফুটবল প্রেম কারও অজানা নয়। একটা সময় সুযোগ পেলেই ফুটবল পায়ে নেমে পড়েছেন। কলকাতা ময়দানেও প্রীতি ম্যাচে খেলেছেন।

সৌরভ দেশেরও গৌরব। সিএবি-তে সৌরভের আসা এবং তাঁর সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের সাক্ষাতের পর জল্পনা, তাহলে কি এ বার ইস্টবেঙ্গল দিবসে ভারত গৌরব দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে? এসব নিয়ে অবশ্য কোনও আলোচনা হয়েছে কীনা, ইস্টবেঙ্গল কর্তারা কিছু বলেননি। ১ অগস্ট ইস্টবেঙ্গল দিবস। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সৌরভকে অনুরোধ করা হয়েছে বলে জানান ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা। এ বার ভারত গৌরব কাকে দেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হতে পারে প্রাক্তন গোলকিপার তরুণ বসু এবং অরূপ ভট্টাচার্যকে। তারই মাঝে জল্পনা তৈরি হয়েছে, সৌরভকে ভারত গৌরব দিতে পারে কীনা ইস্টবেঙ্গল।