কলকাতা: ইডেন গার্ডেন্সে জমে উঠেছে ক্রিকেট ডার্বি। সিএবি প্রথম ডিভিশন লিগে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ম্যাচের প্রথম দিন অ্যাডভান্টেজ ছিল মোহনবাগান। এখনও তারা সামান্য হলেও এগিয়ে। তবে দুর্দান্ত প্রত্যাবর্তন ইস্টবেঙ্গলের। ইডেনের ঘাসের পিচে যে সমানে সমানে লড়াই হবে, এমনটাই স্বাভাবিক। এখনও পর্যন্ত পরিস্থিতি তেমনই। শেষ দিন আরও রোমাঞ্চকর পরিস্তিতি তৈরি হবে, এমনটা বলাই যায়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ম্যাচের প্রথম দিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল মোহনবাগান। পেসার রোহিত কুমারের ৪ উইকেটের সৌজন্যে ইস্টবেঙ্গলকে মাত্র ১৭৪ রানেই অলআউট করে মোহনবাগান। প্রথম দিন তারা ৩৫ রানও তুলে নিয়েছিল। স্বাভাবিক ভাবেই অ্যাডভান্টেজ ছিল মোহনবাগান। দ্বিতীয় দিন ঘুরে দাঁড়াতে হলে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে হত ইস্টবেঙ্গলকে। যদিও মোহনবাগানকে প্রথম ইনিংস লিড নেওয়া থেকে আটকাতে পারল না আব্দুল মোনায়েমের টিম।
মোহনবাগানের হয়ে সুদীপ ঘরামির অনবদ্য় হাফসেঞ্চুরি। ৬৮ রান করেন বাংলা অধিনায়ক। প্রথম ইনিংসে ১৮৯ রানে মোহনবাগানকে অলআউট করে ইস্টবেঙ্গল। তিনটি করে উইকেট নেন ইস্টবেঙ্গলের অমিত কুইলা ও অয়ন ভট্টাচার্য। দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ১ উইকেটে ৫১ রান তুলে নিয়েছে। ৩৫ রান করে ক্রিজে রয়েছেন সৌরভ পাল। সব মিলিয়ে ইস্টবেঙ্গল এগিয়ে ৩৬ রানে। যা পরিস্থিতি, এই ম্যাচের ফয়সালাও হতে পারে। সরাসরি জিতলে ১০ পয়েন্ট নেওয়া যাবে। ড্র হলে পয়েন্ট ভাগাভাগি হবে। সেটার জন্য জটিল অঙ্ক থাকছে। দু-দলের নজরে তাই সরাসরি জয় এবং দশ পয়েন্ট।