Bangla NewsPhoto gallerySports photos IND vs SA Boxing Day Test Temba Bavuma did not batting against India in 1st Innings, for this reason Jasprit Bumrah and Marco Jansen missed these milestone
বাভুমার জন্য মাইলস্টোন থেকে বঞ্চিত বুমরা-জ্যানসেন!
India vs South Africa, Boxing Day Test: সেঞ্চুরিয়নে ভারত ও দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট জমে উঠেছে। অবশ্য এই টেস্টে দুই দলের প্রথম ইনিংস সম্পর্কে বলতে গেলে উল্লেখ করতেই হবে, দাপট রয়েছে প্রোটিয়াদেরই। সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার ও মার্কো জ্যানসেনদের দাপট দেখা গিয়েছে। অবশ্য প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা প্রথম ইনিংসে ব্যাট করতে না নামায় মাইলস্টোন থেকে বঞ্চিত হলেন জসপ্রীত বুমরা ও মার্কো জ্যানসেন। কিন্তু কীভাবে?