IPL 2022: জোড়া প্লে অফে সেজে উঠেছে নন্দনকানন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 23, 2022 | 7:01 PM

জোড়া প্লে অফ জ্বরে আক্রান্ত শহরের ক্রিকেটপ্রেমীরা। টিকিটের চাহিদা তুঙ্গে। ইডেন জুড়ে প্রত্যেকের গলায় একটাই আকুতি 'দাদা একটা টিকিট হবে?'

IPL 2022: জোড়া প্লে অফে সেজে উঠেছে নন্দনকানন
ইডেন গার্ডেন্স
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ২০১৯-এর পর ২০২২। কোভিড (COVID 19) কাঁটায় মাঝের বছরগুলোতে এ শহরে আইপিএল হয়নি। ভারতের ম্যাচ হলেও, আইপিএল (IPL) এ শহরে হয়নি। অবশেষে জোড়া প্লে অফ। আর এই জোড়া প্লে অফ জ্বরে আক্রান্ত শহরের ক্রিকেটপ্রেমীরা। টিকিটের চাহিদা তুঙ্গে। ইডেন জুড়ে প্রত্যেকের গলায় একটাই আকুতি ‘দাদা একটা টিকিট হবে?’ অনলাইনে আগেই সব টিকিট শেষ হয়ে গিয়েছে। মঙ্গলে গুজরাত-রাজস্থান (GT vs RR) ম্যাচ, বুধে আবার ইডেনে আসছেন বিরাট কোহলি‌। প্রতিপক্ষ লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।

সোম সকালে লখনউ সুপার জায়ান্টসের পর বিকেলে অনুশীলন করল গুজরাত আর রাজস্থান। দুই দলের টিম বাস যখন ইডেনে এসে দাঁড়াল উৎসুক জনতার মুখে শুধু একটাই নাম – আরসিবি। অথচ বিরাট কোহলিরা তখন রাজারহাটের টিম হোটেলে।

সোমবার দুপুরে ইডেনের পিচ দেখে গেলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুটা স্টান্স নিয়ে মেপেও নিলেন ইডেনের ২২ গজ। তারপর ইডেনের কর্পোরেট বক্সের কাজও নিজে ঘুরে দেখলেন মহারাজ। শনিবারের বৃষ্টি অবশ্য প্রভাব ফেলেনি‌। ইডেনের উইকেট দেখে বেশ খুশি বোর্ড সভাপতিও। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় তো বলেই দিলেন, উইকেটে এক ইনিংসে ২০০-র কাছাকাছি রান উঠবে।

আইসিসির সিইও, চেয়ারম্যান আসছেন আইপিএলের প্লে অফ দেখতে‌। বোর্ড সচিব জয় শাহও আসছেন। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্যপালকেও। সব পথ মিশবে ইডেনে। জোড়া প্লে অফ দেখতে তৈরি ক্রিকেকজনতাও।

Next Article