পাকিস্তান বরাবরই বিশ্ব ক্রিকেটকে দক্ষ পেসার উপহার দিয়েছে। ভারতে ঠিক উল্টো। প্রতি প্রজন্মেই ভারতীয় দলের কোনও ব্যাটার বিশ্ব ক্রিকেটের আইকন হয়ে ওঠেন। ক্রিকেটে ভারত-পাকিস্তান মুখোমুখি হলে বলা হয়ে থাকে, পাকিস্তান বোলিং বনাম ভারতের তারকাখচিত ব্যাটিংয়ের লড়াইয়ের কথা। এক্ষেত্রে বোধ হয় উল্টো। হয়তো বা দুটোই! এমার্জিং এশিয়া কাপে স্পিন হোক বা পেস, ভারতীয় বোলিং আক্রমণ বাড়তি নজর কেড়েছে। ফাইনালে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
এমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ৮ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে দুরমুশ করেছে ভারত। বোলিংয়ে রাজবর্ধন হাঙ্গারকেকর ৫ উইকেট নেন। তেমনই ব্যাটিংয়ে অপরাজিত সেঞ্চুরি করেছিলেন বাঁ হাতি ওপেনার সাই সুদর্শন। স্বপ্নের ফাইনালে আজ ফের মুখোমুখি এশিয়ার দুই অন্যতম সেরা শক্তি। আর ফাইনালের মঞ্চে কোনও দলকেই এগিয়ে কিংবা পিছিয়ে রাখা যায় না।
ভারতের বিরুদ্ধে পাকিস্তান ব্যাটিং ফ্লপ করলেও তাদের শক্তি নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকার জায়গা নেই। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩২২-এর বিশাল স্কোরে পৌঁছেছিল পাকিস্তান। ওমর ইউসুফ ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। অর্ধশতরান করেন অধিনায়ক মহম্মদ হ্যারিস। ওমর ইউসুফের কথা আলাদা করে বলতে হয়। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই পরিচিত। পাকিস্তান সুপার লিগে অন্যতম সেরা পারফর্মার ওমর ইউসুফ।
অলরাউন্ডার মহম্মদ ওয়াসিম, অধিনায়ক মহম্মহ হ্যারিস, ওপেনার সাহিবজাদা ফারহান এবং পেসার আর্শাদ ইকবালরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অভিজ্ঞতার কোনও অভাব নেই পাকিস্তান শিবিরে। তাদের মাথায় ঘুরবে বদলার বিষয়ও। গ্রুপ পর্বে নাকানিচোবানি খাওয়ার পর ফাইনালে দক্ষতা প্রমাণের ম্যাচ।
ভারতীয় শিবিরে কারও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকলেও অভিজ্ঞতার অভাব নেই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, লিস্ট এ, প্রথম শ্রেনির ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে। আলাদা করে বলতে হয় অধিনায়ক যশ ধুলের কথা। ব্যাটিংয়ে নজর কেড়েছেন। কিন্তু ভারতীয় দলের প্রাপ্তি তাঁর নেতৃত্ব। সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ক্লোজ একটা পরিস্থিতি থেকে বুদ্ধিদীপ্ত নেতৃত্বে মোড় ঘোরান যশ। ফাইনালে আরও একবার তাঁর নেতৃত্ব এবং দলের জয়ের খিদে পূর্ণতা পাওয়ার ম্যাচ। গত বছর যশ ধুলের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। আরও একটা ট্রফির সামনে।
এমার্জিং এশিয়া কাপ ফাইনাল, ভারত বনাম পাকিস্তান
দুপুর ২টো থেকে, স্টার স্পোর্টস এবং ফ্যানকোডে সরাসরি সম্প্রচার