ENG vs AUS, Ashes: দিনের খেলা শেষে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন স্টুয়ার্ট ব্রড

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 30, 2023 | 12:14 AM

Stuart Broad, England vs Australia: ডেভিড ওয়ার্নারের ফর্ম খারাপ চলছে। সে কারণেই মনে করা হয়েছিল, খুব তাড়াতাড়িই অবসর ঘোষণা করবেন ওয়ার্নার। যদিও ওভালে তৃতীয় দিনের খেলা শেষে অবসর ঘোষণা করে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন আর এক ক্রিকেটার।

ENG vs AUS, Ashes: দিনের খেলা শেষে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন স্টুয়ার্ট ব্রড
Image Credit source: ICC

Follow Us

অ্যাসেজ সিরিজে অবসর নিয়ে অনেক আলোচনা, জল্পনাই হয়েছে। তবে সেটা হয়েছিল জেমস অ্যান্ডারসন এবং ডেভিড ওয়ার্নারকের নিয়ে। জিমি অ্যান্ডারসন কদিন আগেই বলেছেন, এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই তাঁর। ডেভিড ওয়ার্নারের ফর্ম খারাপ চলছে। সে কারণেই মনে করা হয়েছিল, খুব তাড়াতাড়িই অবসর ঘোষণা করবেন ওয়ার্নার। যদিও ওভালে তৃতীয় দিনের খেলা শেষে অবসর ঘোষণা করে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন আর এক ক্রিকেটার। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আন্তর্জাতিক মঞ্চে ১৭ বছরের কেরিয়ার স্টুয়ার্ট ব্রডের। ওভালে খেলা শেষের আগেই এমন ঘোষণায় চমকে দিলেন। এই ম্যাচেই অ্যাসেজ সিরিজে ১৫০-র বেশি উইকেটের নজির গড়েছেন। ইংল্যান্ডের একমাত্র বোলার হিসেবে অ্যাসেজে ১৫০-র বেশি উইকেটের নজির। ওভালে শেষ টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে ব্রড সাংবাদিকদের বলেন, ‘কাল কিংবা পরশু, আমার কেরিয়ারের শেষ ম্যাচ। অনবদ্য একটা সফর। নটিংহ্যামশায়ার এবং ইংল্যান্ডের জার্সি গায়ে এতগুলো বছর খেলার সুযোগ পেয়েছি।’

টেস্ট ক্রিকেটে পঞ্চম বোলার হিসেবে ৬০০-র বেশি উইকেট নিয়েছেন ব্রড। কেরিয়ারে অনবদ্য একটা সময়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। ব্রড আরও বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই এই নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। সর্বক্ষণই চেয়েছিলাম কেরিয়ারের সেরা সময়ে অবসর নেব। এই সিরিজটা দারুণ উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইটা বরাবরই পছন্দ করি। অ্যাসেজের সঙ্গে বাড়তি ভালোবাসা রয়েছে।’

২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ব্রডের। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার হিসেবেই অবসর নিতে চলেছেন। ম্যাচ যদি কালই শেষ হয়ে যায়, তাহলে সুপার সানডেই হবে ব্রডের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি।

Next Article