England vs South Africa: লর্ডসে ‘বাজবলে’ বাজ পড়ল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 20, 2022 | 10:00 AM

ব্রেন্ডন ম্যাকালাম (Brendon Mccullum) ইংল্যান্ড টেস্ট দলের কোচ। রুট নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব পেলেন বেন স্টোকস (Ben Stokes)। এরপরই শুরু হল ইংল্যান্ডের 'বাজবল' ক্রিকেট। টেস্ট ম্যাচেও টি২০-র মেজাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ জয়। এজবাস্টনে ভারতের বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জয়। অবশেষে মুখ থুবরে পড়ল 'বাজবল' ক্রিকেট।

1 / 5
ব্রেন্ডন ম্যাকালাম-বেন স্টোকস জুটির 'বাজবল' ক্রিকেটে জয়ের ধারা থামল। টানা চারটি টেস্টে রেকর্ড রান সহজেই তাড়া করে জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হার দিয়ে। (ছবি : পিটিআই)

ব্রেন্ডন ম্যাকালাম-বেন স্টোকস জুটির 'বাজবল' ক্রিকেটে জয়ের ধারা থামল। টানা চারটি টেস্টে রেকর্ড রান সহজেই তাড়া করে জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হার দিয়ে। (ছবি : পিটিআই)

2 / 5
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক (England vs South Africa) ডিন এলগার। কাগিসো রাবাডার ( Kagiso Rabada) ৫ উইকেট, অনরিখ নর্টজের ৩ উইকেটের সৌজন্যে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ মাত্র ১৬৫ রানে। (ছবি : পিটিআই)

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক (England vs South Africa) ডিন এলগার। কাগিসো রাবাডার ( Kagiso Rabada) ৫ উইকেট, অনরিখ নর্টজের ৩ উইকেটের সৌজন্যে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ মাত্র ১৬৫ রানে। (ছবি : পিটিআই)

3 / 5
সারেল এরির অর্ধশতরান (৭৩) এবং ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজদের সম্মিলিত অবদানে প্রথম ইনিংসে ৩২৬ রান করে দক্ষিণ আফ্রিকা। (ছবি : টুইটার)

সারেল এরির অর্ধশতরান (৭৩) এবং ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজদের সম্মিলিত অবদানে প্রথম ইনিংসে ৩২৬ রান করে দক্ষিণ আফ্রিকা। (ছবি : টুইটার)

4 / 5
দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৪৯ রানে অলআউট তারা। অনরিখ নর্টজের ৩ এবং রাবাডা ২ উইকেট নেন। (ছবি : টুইটার)

দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। মাত্র ১৪৯ রানে অলআউট তারা। অনরিখ নর্টজের ৩ এবং রাবাডা ২ উইকেট নেন। (ছবি : টুইটার)

5 / 5
স্টোকস-ম্যাকালাম জুটির প্রথম হার। তাও আবার ইনিংস এবং ১২ রানের ব্যবধানে। লর্ডসে কাজে লাগল না বাজবল থিয়োরি। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। (ছবি : টুইটার)

স্টোকস-ম্যাকালাম জুটির প্রথম হার। তাও আবার ইনিংস এবং ১২ রানের ব্যবধানে। লর্ডসে কাজে লাগল না বাজবল থিয়োরি। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। (ছবি : টুইটার)

Next Photo Gallery