Chris Silverwood: অ্যাসেজে চরম ভরাডুবির জন্য চাকরি হারালেন ক্রিস সিলভারউড
ইংল্যান্ডের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলসের চাকরি যাওয়ার একদিনের মাথায় কোচের পদ থেকে বরখাস্ত হলেন সিলভারউড। তাঁর জায়গায় অ্যান্ড্রু স্ট্রস বর্তমানে কোচের দায়িত্ব পালন করবেন।
লন্ডন: অ্যাসেজ (Ashes) সিরিজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার (Australia) কাছে লজ্জার হারের পর থেকেই মনে করা হচ্ছিল, চাকরি খোয়াতে পারেন জো রুটদের হেড কোচ ক্রিস সিলভারউড (Chris Silverwood)। হলও এমনটাই। ইংল্যান্ডের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলে জাইলসের চাকরি যাওয়ার একদিনের মাথায় কোচের পদ থেকে বরখাস্ত হলেন সিলভারউড। তাঁর জায়গায় অ্যান্ড্রু স্ট্রস বর্তমানে কোচের দায়িত্ব পালন করবেন।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সিইও টম হ্যারিসন এক বিবৃতিতে বলেন, “সাফল্যের জন্য সিলভারউড তাঁর সময়ে দলকে নিজের সবকিছু দিয়েছেন। তিনি সততার অনন্য উদাহরণ, যার সঙ্গে খেলোয়াড় ও দলের স্টাফরা প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছে।”
তিনি আরও বলেন, “ক্রিসের অধীনে, ইংল্যান্ড পুরুষদের দল সাদা বলের ক্রিকেটে বিশ্বে প্রথম স্থানে ছিল। এবং তাঁর কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কায় অ্যাওয়ে সহ বেশ কয়েকটি সিরিজ জয়ের পর টেস্ট দল দ্বিতীয় স্থানে ছিল। তিনি ইংলিশ ক্রিকেটের জন্য একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং সময়ের মধ্যে অত্যন্ত স্থিতিস্থাপকতা দেখিয়েছেন এবং সহানুভূতির সঙ্গে ইংল্যান্ডের পুরুষ দলকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতার যোগ্য।”
ইসিবির বিবৃতিতে সিলভারউড বলেন, “ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াটা অত্যন্ত সম্মানের বিষয়, এবং আমাদের খেলোয়াড় ও কর্মীদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমি কোচের ভূমিকায় থাকাকালীন তারা যে কঠোর পরিশ্রম করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং আমি তাদের সকলকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানাই।
তিনি আরও বলেন, “গত দুই বছর আমাদের অনেক চাহিদা ছিল। কিন্তু আমি সত্যিই দলের সাথে আমার সময় উপভোগ করেছি, এবং আমি চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার মানসিকতা দেখে এই দলটার জন্য খুব গর্বিত। আমি প্রিয় স্মৃতি নিয়ে চলে যাচ্ছি এবং আমি এখন আমার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই এবং পরবর্তী অধ্যায় শুরুর অপেক্ষায় থাকব।”
Chris Silverwood has left his role as England Men’s Head Coach.
We wish him all the best for the future.
— England Cricket (@englandcricket) February 3, 2022